BSNL-এ নম্বর পোর্ট করাবেন কীভাবে? জানুুন সহজ উপায়

গত জুন মাসে রিচার্জ প্ল্যান বৃদ্ধি করে রিলায়েন্সের টেলিকম সংস্থা জিও। তারপর সেই দেখা দেখি এয়ারটেল এবং ভিআইয়ের মতো সংস্থাগুলিও তাঁদের প্ল্যান বাড়িয়েছে। গত ৩…

How tp port BSNL number

গত জুন মাসে রিচার্জ প্ল্যান বৃদ্ধি করে রিলায়েন্সের টেলিকম সংস্থা জিও। তারপর সেই দেখা দেখি এয়ারটেল এবং ভিআইয়ের মতো সংস্থাগুলিও তাঁদের প্ল্যান বাড়িয়েছে। গত ৩ জুলাই থেকে কার্যকর হয়েছে জিও ও এয়ারটেলের বর্ধিত দাম। ভোডাফোনেরও দাম বেড়েছে ৪ জুলাই থেকে। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন এই সমস্ত সিম ব্যবহারকারীরা।

বাজারে এল Kotak BSE PSU Index ফান্ড, রইল বিস্তারিত

   

সম্প্রতি প্রতিটি রিচার্জের প্ল্যানেই প্রায় ৪০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করার ফলে পকেটে টান পড়েছে অধিকাংশেরই। তবে সেক্ষেত্রে কিছুটা সুরাহা মিলবে বিএসএনএলে (BSNL)। কারণ একমাত্র বিএসএনএলে (BSNL) এই কোনও খরচ বৃদ্ধি করা হয়নি। সেই কারণে বর্তমানে অনেকেই বিএসএনএল (BSNL)-এ পোর্ট করার ভাবনাচিন্তা করছেন।

সকাল সকাল সুখবর, মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল

কিন্তু কীভাবে অন্য কানেকশন থেকে বিএসএনএলে (BSNL)-এ পোর্ট করবেন? হয়তো বিস্তারিতভাবে অনেকেই জানেন না পুরো পদ্ধতি। এই প্রতিবেদনে জেনে নিন অন্য মোবাইল প্রোভাইডার থেকে কীভাবে বিএসএনএলে (BSNL)-পোর্ট করবেন?

আলু ৪৫, পেঁয়াজ ৫০, লঙ্কা ১৩০ – জেনে নিন আজকের বাজারদর

যে কোনও নম্বর থেকে BSNL-এ পোর্ট করার জন্য প্রয়োজন ইউনিক পোর্টিং কোড বা UPC। নিজের ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে PORT লিখে একটা স্পেস দিয়ে নিজের ফোন নম্বর লিখুন। তারপর সেই মেসেজ ১৯০০ নম্বরে পাঠালেই মিলবে UPC। এরপর স্থানীয় বিএসএনএল BSNL অফিস, স্টোর বা স্থানীয় কোনও মেবাইল স্টোরে গিয়ে UPC নম্বর দেখাতে হবে। এবং তার ভিত্তিতে মিলবে নতুন BSNL সিম।