আজকের দিনে আধার কার্ড (Aadhaar Card) শুধু একটি পরিচয়পত্র নয়, বরং প্রতিটি নাগরিকের ব্যক্তিগত ও সরকারি নথির সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে গিয়েছে। ব্যাঙ্কিং থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণের ক্ষেত্রে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মহিলারা বিয়ের পর নামের পদবি বা সারনেম পরিবর্তনের সময় আধার কার্ডেও এই আপডেট করে নেন। এর ফলে ভবিষ্যতে কোনও ধরনের সমস্যা বা অসুবিধা হয় না। এবার জেনে নেওয়া যাক কীভাবে সহজেই আধার কার্ডে সারনেম পরিবর্তন করা যায়।
Aadhaar Card-এ নাম পরিবর্তনের জন্য কীভাবে আবেদন করবেন
বিয়ের পর আধারে সারনেম পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করা সম্ভব। এর জন্য আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। প্রথমে আধার কার্ডের (Aadhaar Card) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখানে গিয়ে My Aadhaar সেকশনের মধ্যে থাকা Update Demographics Data অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড প্রবেশ করাতে হবে।
যদি আপনি নাম পরিবর্তন করতে চান, তবে প্রদত্ত অপশন থেকে Name-এ ক্লিক করতে হবে। এরপর নতুন নাম বা সারনেম লিখে সাবমিট করতে হবে।
Realme 15T-এর সামনেই লঞ্চ, 19,990 টাকার ফোনে থাকছে 7000mAh ব্যাটারি ও সেরা ফিচার
প্রমাণপত্র জমা দেওয়ার নিয়ম
শুধু নতুন নাম লিখলেই হবে না, নাম পরিবর্তনের জন্য বৈধ প্রমাণপত্রও জমা দিতে হবে। সাধারণত বিয়ের পর সারনেম পরিবর্তনের ক্ষেত্রে বিয়ের শংসাপত্র (Marriage Certificate) এবং স্বামীর আধার কার্ড আপলোড করতে হয়। এই দুটি ডকুমেন্ট আপলোড করার পরেই আপনার আবেদন গ্রহণ করা হবে।
নাম পরিবর্তনের জন্য নির্দিষ্ট একটি ফি জমা দিতে হয়। বর্তমানে এই ফি মাত্র ৫০ টাকা। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর সিস্টেম আপনাকে একটি SRN নম্বর (Service Request Number) প্রদান করবে। এই নম্বরটি অবশ্যই কাগজে লিখে রাখা উচিত, কারণ এর মাধ্যমে আপনি পরে আপনার আবেদনের অগ্রগতি বা স্টেটাস চেক করতে পারবেন।
কীভাবে জানবেন নাম পরিবর্তনের স্টেটাস
নতুন সারনেম আপডেট হওয়ার প্রক্রিয়া চলাকালীন সময়ে অনেকেই জানতে চান, তাঁদের নাম পরিবর্তন কবে কার্যকর হবে। এর জন্যও UIDAI ওয়েবসাইটে বিশেষ অপশন রয়েছে।
প্রথমে ওয়েবসাইটে গিয়ে উপরের নীল বার থেকে My Aadhaar-এ ক্লিক করতে হবে। এখানে আপনি Check Aadhaar Update Status নামের একটি অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করার পর আপনাকে দেওয়া অপশনগুলির মধ্যে থেকে SRN নির্বাচন করতে হবে।
এরপর আপনার হাতে থাকা SRN নম্বর এবং ক্যাপচা কোড প্রবেশ করিয়ে Submit করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার নাম পরিবর্তনের স্টেটাস স্ক্রিনে প্রদর্শিত হবে।
প্রসঙ্গত, বিয়ের পর আধার কার্ডে (Aadhaar Card) সারনেম পরিবর্তনের প্রক্রিয়া খুবই সহজ। কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করা, প্রমাণপত্র আপলোড করা এবং নির্ধারিত ফি জমা দিলেই কাজ সম্পন্ন হয়ে যায়। SRN নম্বরের সাহায্যে আপডেটের অগ্রগতি যেকোনও সময় জানা সম্ভব। তাই ভবিষ্যতে কোনও সরকারি বা ব্যক্তিগত কাজে অসুবিধা এড়াতে, বিয়ের পর মহিলাদের উচিত যত দ্রুত সম্ভব আধারে নাম আপডেট করা।