ভারতের বাজারে iPhone 16-এর লঞ্চ আর কিছু সপ্তাহের অপেক্ষা। তার আগে ই-কমার্স সংস্থা Flipkart-থেকে iPhone 15 Plus লোভনীয় ডিসকাউন্ট সহ কেনার অফার শুরু হল। তাই iPhone 15 Plus কেনার এটিই সুবর্ণ সুযোগ বলা যায়। কারণ এখন মডেলটিতে 15,601 টাকা সাশ্রয় করার সুযোগ পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, iPhone 15-এর তুলনায় iPhone 15 Plus-এ রয়েছে বড় স্ক্রিন এবং উচ্চ ক্ষমতার ব্যাটারি। চলুন অফারের প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক।
iPhone 15 Plus প্রাইস ডিল
লঞ্চের সময় iPhone 15 Plus-এর 89,990 টাকা দাম রাখা হয়েছিল। বর্তমানে ফ্লিপকার্ট থেকে 73,999 টাকায় কেনা যাচ্ছে ফোনটি। তবে মনে রাখবেন, উপরিউক্ত অফার কেবলমাত্র ফোনটির 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড থাকলে অতিরিক্ত 5 শতাংশ ছাড় মিলবে। এর সঙ্গে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে বোনাস পাওয়া যাচ্ছে। ফোনটি ব্ল্যাক, ব্লু, গ্রীন, ইয়েলো ও পিঙ্ক কালারে কেনা যাবে।
iPhone 15 Plus : স্পেসিফিকেশন
iPhone 15 Plus-এ রয়েছে 6.7 ইঞ্চি Super Retina XDR OLED প্যানেল। A16 বায়োনিক চিপসেট সহ এর ব্রাইটনেস 2,000 নিটস। ডায়নামিক আইল্যান্ড ও অ্যালুমিনিয়াম বডি আছে। এটি IP68 শংসাপত্র প্রাপ্ত।
Thar থেকে Scorpio, মাহিন্দ্রা’র এই 3 জনপ্রিয় SUV আসছে ইলেকট্রিক অবতারে
অন্যদিকে iPhone 15 Plus-এ উপস্থিত একটি 48 মেগাপিস্কেল প্রাইমারি ও 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে একটি 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।