Google TV: একটা সময় ছিল যখন সমাজের উঁচু স্তরের মানুষদের বাড়িতেই থাকতো সাদাকালো বোকা বাক্স আর বাড়ির ছাদে থাকতো বড় অ্যান্টেনা। ঝড় বৃষ্টিতে সেই অ্যান্টেনা ঘুরে গেলে বাড়ির বড়রা অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে টিভির পর্দায় ছবি নিয়ে আসতো।
তবে সেসব এখন অতীত বর্তমানে আমাদের সকলের বাড়িতেই রয়েছে টিভি অন্যদিকে বোকা বাক্সের পরিবর্তে এসেছে এলইডি টিভি। ১৯ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি সব ধরনের টিভি বর্তমান বাজারে পাওয়া যায়। শুধু তাই নয় তার সাথে যুক্ত হয়েছে স্মার্ট কথাটি অর্থাৎ টিভির মাধ্যমে আমরা নিজের ইচ্ছামত সমস্ত কিছু চালাতে পারি।মূলত বর্তমানে স্মার্ট টিভির চাহিদা তুঙ্গে কারণ টিভির সাথে যুক্ত হয়েছে ইন্টারনেট প্রযুক্তি।
আর টিভির বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হলো Panasonic । দীর্ঘ কয়েক দশটারে ঠিক একইভাবে ভারতীয় টিভির বাজারে রাজত্ব করে আসে এই সংস্থা। আর এবার তারা গুগলের সাথে জোট বেঁধে ভারতে নিয়ে এলো গুগল সিরিজের স্মার্ট টিভি। সংস্থা তরফ থেকে যার দাম রাখা হয়েছে ১৯০০০ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার উপরে। সাথে থাকছে 4k ফুল এইচডি পিকচার কোয়ালিটি এবং ডলবি সাউন্ড সিস্টেম। অর্থাৎ টিভি দেখা এখন আরো পছন্দের হতে চলেছে সাধারণ মানুষের কাছে।