Tuesday, October 14, 2025
HomeBusinessTechnologyGoogle Pixel 9 Pro সাত বছর পর্যন্ত নতুন থাকবে! মাসের এইদিন লঞ্চ...

Google Pixel 9 Pro সাত বছর পর্যন্ত নতুন থাকবে! মাসের এইদিন লঞ্চ হচ্ছে

অগস্টে ভারত সহ বেশ কয়েকটি দেশে Google Pixel 9 স্মার্টফোন লঞ্চ হয়েছিল। ওইসময় এই সিরিজের আওতায় দুটি মডেল আনা হয়েছিল – Pixel 9 ও Pixel 9 Pro XL। বলা হয়েছিল Google Pixel 9 Pro পড়ে আনা হবে। এবারে এই মডেলের লঞ্চ নিয়ে নতুন ঘোষণা করল গুগল (Google)। কী শুনবেন?

Advertisements

গুগল জানিয়েছে, আগামী ১৭ অক্টোবর ভারতের বাজারে লঞ্চ হচ্ছে Pixel 9 Pro। এদেশে ফোনটির দাম 1,09,999 টাকা রাখা হয়েছে। এটি পার্সেলেন, রোজ কুয়ার্টজ, হেজ এবং অবসিডিয়ান কালারে বেছে নেওয়া যাবে। যদিও Pixel 9 Pro XL-ও এই রঙের বিকল্পে উপলব্ধ। জানা গিয়েছে, এই ফোন ভারতে কেবল মাত্র 16GB + 256GB ভ্যারিয়েন্টে হাজির হবে। 

Advertisements

ছোট ব্যাটারি ও স্ক্রিন বাদে Google Pixel 9 Pro-এ থাকছে Pixel 9 Pro XL-এর সমান স্পেসিফিকেশন। আবার আকার আকৃতির দিক থেকে Pixel 9-সঙ্গে অভিন্ন হবে। 

Google Pixel 9 Pro-এর ফিচার্স ও স্পেসিফিকেশন

পিক্সেল 9 প্রো-তে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত LTPO AMOLED ডিসপ্লে। এতে 3000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। কর্নিং গরিলা গ্লাস সহ এটি ভিকটাস 2 প্রোটেকশন সহ আসবে। ফোনটি টাইটন এম2 সিকিউরিটি সহ Google Tensor G4 প্রসেসরে চলবে। Android 14-এর উপর নির্ভর করে আসা এর অপারেটিং সিস্টেমটি সাত বছর পর্যন্ত আপডেট পাবে বলে জানানো হয়েছে। 

Google Pixel 9 Pro-এর পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ওআইএস, 30X ডিজিটাল জুম, 10 বিট এইচডিআর রেকর্ডিং, সিনেম্যাটিক ব্লার, 48 মেগাপিক্সেল 5X টেলিফটো ক্যামেরা এবং 4K 60 এফপিএস ভিডিও রেকর্ডিং। ফোনের ফ্রন্টে উপস্থিত 42 মেগাপিক্সেল ক্যামেরা। রয়েছে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইউএসবি টাইপ-সি অডিও, ফেস আনলকসহ স্টেরিও স্পিকার। Pixel 9 Pro ফোনে 27W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 21W ওয়্যারলেস চার্জিং সহ 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments