মাত্র ৪০০০ টাকায় AC, ফিচার জানলে অবাক হবেন আপনিও

চৈত্রের গরমে নাজেহাল মানুষ এখনই রাজ্যের তাপমাত্রা প্রায় ৪০ ছুঁয়ে ফেলেছে। তাই গরমের হাত থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা এসি। তবে অনেকেরই এসি কেনার মতো সামর্থ্য থাকে না, তাই বাধ্য হয়েই এই প্যাঁচ প্যাঁচে গরমে দিন কাটাতে হয়।

Close-up view of an air conditioner with buttons and digital display.

চৈত্রের গরমে নাজেহাল মানুষ এখনই রাজ্যের তাপমাত্রা প্রায় ৪০ ছুঁয়ে ফেলেছে। তাই গরমের হাত থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা এসি। তবে অনেকেরই এসি কেনার মতো সামর্থ্য থাকে না, তাই বাধ্য হয়েই এই প্যাঁচ প্যাঁচে গরমে দিন কাটাতে হয়। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর আপাতত রাজ্যে গরম কমার কোন সম্ভাবনাই নেই তাই এখনই এই গরমের হাত থেকে মুক্তি মিলছে না। অন্যদিকে প্রতিদিনই রোদ মাথায় নিয়ে কাজে বেরোতে হয়, তাছাড়া স্কুল কলেজেও এখনো পর্যন্ত বন্ধ হয়নি।

কিন্তু এই গরমে নিজেকে ঠান্ডা রাখতে যদি একটা ছোট্ট পোর্টেবল এসি পাওয়া যেত তাহলে তো ভালোই হতো বলুন! তাই এবার সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা ভেবে কম দামে পোর্টেবল এসি নিয়ে এক hywecy নামের এক সংস্থা। যাকে আপনি ইচ্ছা করলেই বাড়ির বাইরে নিয়ে যেতে পারেন সহজেই। সংসার পক্ষ থেকে জানানো হয়েছে এই এসির দাম ১২,৪৯৯ টাকা তবে আপাতত বিশেষ ছাড় দিচ্ছে সংস্থা। তাই বর্তমানে এই এসির দাম মাত্র চার হাজার টাকার কিছু বেশি।

শুধু তাই নয়, এই এসির মধ্যে থাকছে চার হাজার এমএইচ এর ব্যাটারি যা একবার ফুল চার্জ হলেই চার থেকে পাঁচ ঘন্টা আপনাকে ঠান্ডা হওয়া দিতে পারবে। অন্যদিকে এর মধ্যে রয়েছে পাঁচ লিটারের রিজার্ভার যার মধ্যে আপনি ঠান্ডা জল কিংবা বরফ ভরতে পারেন। আপাতত ভারতীয় ই-কমার্স সাইট Amazon এ এই ছোট্ট পোর্টেবল এসিটি পাওয়া যাচ্ছে তাই গরমের হাত থেকে মুক্তি পেতে আজই অর্ডার করুন এই পোর্টেবল এয়ার কন্ডিশনার।

#AC #AffordableAC #BudgetAC #CheapAC #4000RsAC #GreatFeaturesAC