দুর্দান্ত ফিচার আনল ফেসবুক। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি মাত্র ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ পাঁচটি প্রোফাইল তৈরি করতে পারবেন। সংস্থাটি এই নতুন বৈশিষ্ট্যটি চালু করেছে কারণ এটি তার প্ল্যাটফর্মে ব্যবহারকারীর ব্যস্ততা বাড়াতে চায়।
যদিও বর্তমানে ফেসবুকের এই নতুন ফিচারটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, পরীক্ষার সঙ্গে যুক্ত বিটা ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্ট থেকে ৫টি প্রোফাইল তৈরির সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইলে তাদের আসল নাম বলতে হবে না।
এর মানে হল যে আপনি আপনার পরিচয়টি হাইড করেও কোনও পোস্টে মন্তব্য করতে সক্ষম হবেন, যদিও এই নতুন ফিচার সম্পর্কে বিরোধের সম্ভাবনাও রয়েছে, কারণ এটি স্প্যাম এবং ভুয়ো প্রোফাইল সংখ্যা আরো বাড়িয়ে তুলবে।
মেটা জানিয়েছে, “অতিরিক্ত প্রোফাইলগুলিকেও Facebook-এর নীতি মেনে চলতে হবে”। এই পরিস্থিতিতে, আপনি যদি আপনার দ্বিতীয় প্রোফাইল থেকে নীতিটি লঙ্ঘন করেন তবে আপনার মূল অ্যাকাউন্টটিও ঝুঁকির মধ্যে থাকতে পারে। নতুন এই ফিচার সম্পর্কে বলতে গিয়ে মেটা আরও বলেন, ‘এর ফলে ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন পরিচয়ের একটি ভিন্ন ক্যাটাগরির ফিড দেওয়া হবে। যদি কোনও ব্যবহারকারী গেম এবং ভ্রমণ উভয়ক্ষেত্রেই আগ্রহী হন তবে তিনি এই দুটি বিভাগ অনুসারে প্রোফাইল তৈরি করতে এবং সেই অনুযায়ী লোকদের অনুসরণ করতে সক্ষম হবেন।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
