নতুন বছরে নতুন খবর দিল ফেসবুক, জুকারবার্গ আনছেন বড়সড় সারপ্রাইজ

zuckerberg with wife

বর্তমানে ফোন আর সোস্যাল মিডিয়া ছাড়া এক মুহুর্তও যেন থাকা যায় না। সোস্যাল প্ল্যাটফর্মগুলো বিনোদনের মূল উৎস হয়ে উঠেছে এখন। আট থেকে আশি, সবারই এক দশা এখন। এবার ফেসবুকের (Facebook) তরফে জানানো হলো এক দারুণ খবর।

Advertisements

জনপ্রিয় সোস্যাল মিডিয়া সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তৃতীয়বারের মতো বাবা হতে চলছেন। খবরটি তিন মাস আগেই জানিয়েছিলেন। এবার নতুন বছরে স্ত্রীর বেবি বাম্পে হাত রেখে ছবি তুলে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বুঝিয়েছেন, এখন অপেক্ষা নতুন অতিথিকে বরণ করার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা জানান তিনি। পোস্টটিতে তিনি লিখেছেন, নতুন বছরের শুভেচ্ছা। সবকিছুকে নতুন মনে হচ্ছে। ২০২৩ সালে ভালোবাসা আসছে। মূলত এর মাধ্যমে তিনি নতুন সন্তানের আগমনের বার্তা দিয়েছেন।

ফেসবুকের এই প্রতিষ্ঠাতা ব্যক্তিগত জীবনের নানা বিষয় শেয়ার করে থাকেন। এর আগেও স্ত্রী প্রিসিলা গর্ভবর্তী হওয়ার পর তার তথ্য তিনি সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে শেয়ার করেন।

zuckerberg with wife

Advertisements

জাকারবার্গ দম্পতির দুটি কন্যাসন্তান আছে। বড় মেয়ের নাম ম্যাক্সিমা। তার জন্ম ২০১৫ সালে। দ্বিতীয় মেয়ের নাম আগস্ট। তার জন্ম ২০১৭ সালে। জানা যায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয় হয়। পরিচয় থেকে ২০০৩ সালে প্রেম। এরপর তারা ২০১২ সালে বিয়ে করেন।

শিক্ষার্থী অবস্থায় থাকা কালীন ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন জাকারবার্গ। তার সহযোগী ছিলেন এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিজ, ক্রিস হিউজ প্রমুখ। আর আজকের দিনে দাঁড়িয়ে নিজের তৈরি সোস্যাল সাইটে নিজের খুশি ভাগ করে নিলেন তিনি।