থ্রি-ডি প্রিন্টার দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় সবকিছু

কেবল ডকুমেন্ট কিংবা ফোটোগ্রাফই নয়, একটি প্রিন্টার দিয়ে এখন মেক আপ, খেলনা কিংবা অনেক রকম খাদ্যদ্রব্যও বানিয়ে ফেলা সম্ভব! বিশেষ ধরনের এ প্রিন্টারের নাম দেয়া…

3 D printer

কেবল ডকুমেন্ট কিংবা ফোটোগ্রাফই নয়, একটি প্রিন্টার দিয়ে এখন মেক আপ, খেলনা কিংবা অনেক রকম খাদ্যদ্রব্যও বানিয়ে ফেলা সম্ভব! বিশেষ ধরনের এ প্রিন্টারের নাম দেয়া হয়েছে ‘মিঙ্ক মেকআপ’ যেখানে শুধু ছাপার কালিই নয়, বরং ব্যবহার করা হয়েছে আরও নানান রঙের মেকআপ পাউডার।

Advertisements

মিঙ্ক নামক বিশেষ একটি অ্যাপের মাধ্যমে কেউ যদি তার পছন্দের কোনো ফুলের ছবি সেখানে নির্বাচন করে দেন, তবে প্রিন্টারটি সেটা প্রিন্ট করে তার ওপর ছিটিয়ে দেয় সেই একই রঙের মেকআপ পাউডার। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টয়বক্স শিশুদের জন্যে তৈরি করেছে ‘টয়বক্স ডিলাক্স বান্ডেল’ নামক একটি প্রিন্টার, যা চোখের পলকেই বানিয়ে ফেলতে পারে শিশুর পছন্দের অনেক রকম খেলনা।

Advertisements
   

এই প্রিন্টারটিও একটি অ্যাপ দ্বারা নিয়ন্ত্রিত। প্রিন্টারের ভেতরে রয়েছে খেলনা তৈরির নানা উপাদান। সাথে রয়েছে রংবেরঙের ছবি আঁকার সুযোগ। ফলে শিশুরা চাইলেই শুধু নিজের করা নকশা ইনপুট দিয়ে চোখের পলকে পেয়ে যেতে পারে শখের কোনো খেলনা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু খেলনা কিংবা মেকআপই নয়, আরও অনেক সমস্যারই তাৎক্ষণিক সমাধান দিতে পারে এসব থ্রি-ডি প্রিন্টার।