টুইটারে প্রতিদিন পোস্ট পড়ার সংখ্যা সীমিত করলেন ইলন মাস্ক

গত বছরের অক্টোবর থেকে টুইটারের সিইও হিসেবে ইলন মাস্ক (Elon Musk) দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন হয়েছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টুইটার (Twitter)।…

Twitter Blue

গত বছরের অক্টোবর থেকে টুইটারের সিইও হিসেবে ইলন মাস্ক (Elon Musk) দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন হয়েছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টুইটার (Twitter)। শুক্রবারের পর ফের নতুন নিয়ম ঘোষণা করলেন ইলন মাস্ক।

ইলন মাস্কের করা টুইট-ঘোষণা থেকে জানা যাচ্ছে যে এবার থেকে সারাদিনে টুইটার ব্যবহারকারীরা কটা পোস্ট পড়তে পারবেন তার ওপর জারি হল নতুন নির্দেশনামা। ভেরিফাইড অ্যাকাউন্টগুলি পড়তে পারবে প্রতিদিনে ৬,০০০ টি পোস্ট। (Twitter post limit)

ইলন মাস্ক আরও জানান যে প্রোফাইলগুলো আনভেরিফাইড (ব্লু টিক নেই) তারা প্রতিদিন ৬০০ টি পোস্ট দেখতে পারবেন। তবে যারা নতুন আনভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন তারা ৩০০ টি পোস্ট প্রত্যেকদিন দেখতে পারবেন। ডেটা স্ক্র্যাপিং এর চরম মাত্রা এবং সিস্টেম ম্যানিপুলেশন-এর বিরুদ্ধে লড়াই করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মাস্ক।

ইলন মাস্ক দ্বিতীয় একটি টুইট করে জানান যে এই সীমাবদ্ধতা সাময়িক। এরপর এগুলি বাড়িয়ে প্রতিদিন ৮,০০০, ৮০০ এবং ৪০০ করে দেওয়া হবে। তবে এই ঘোষণা ভালোভাবে নেন নি নেটাগরিকরা। ক্ষোভ উগড়ে দিয়েছে টুইটার প্রধানের উপর।

এর আগে শুক্রবার ঘোষণা করা হয় যে টুইটারে অ্যাকাউন্ট না থাকলে আর দেখা যাবেনা সেলিব্রিটীদের টুইট। এটা নিয়ে বিতর্ক শুরু হতেই ফের আরেক ঘোষণায় সাধারণের রোসানলে ইলন মাস্ক।