Electricity Bill: বাড়ন্ত বিদ্যুতের বিলে নাজেহাল অবস্থা! মেনে চলুন কিছু পদ্ধতি

বাড়িতে বাড়ন্ত বিদ্যুতের বিল মধ্যবিত্ত বাড়ির সমস্যাগুলির মধ্যে অন্যতম। নানা চেষ্টা করেও কমিয়ে আনা যায় না বিদ্যুৎ বিলের অংক। তাই অগত্যা খানিকটা বাধ্য হয়েই বাড়ির…

Easy ways to save money on electricity bill at home - infographic

short-samachar

বাড়িতে বাড়ন্ত বিদ্যুতের বিল মধ্যবিত্ত বাড়ির সমস্যাগুলির মধ্যে অন্যতম। নানা চেষ্টা করেও কমিয়ে আনা যায় না বিদ্যুৎ বিলের অংক। তাই অগত্যা খানিকটা বাধ্য হয়েই বাড়ির লাইট ফ্যান বন্ধ করে বসে থাকেন অনেকেই।

   

তার মধ্যে সামনেই গরম, আর চলতি বছর যে রেকর্ড মাত্রা পার করবে গরম তা আগেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তাই গরমে ফ্যান কিংবা এসি বন্ধ করে নিজেকে অহেতুক কষ্ট দেওয়ার কোনো মানেই নেই। কারণ মাত্র কিছু পদ্ধতি মেনে চললেই আপনার বাড়ির বিদ্যুতের খরচ বাঁচবে অনেকটাই।

সাধারণত আমাদের মধ্যবিত্ত বাড়িতে প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রীর মধ্যে রয়েছে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এবং এসি। যদিও অনেকের বাড়িতেই এসি কিংবা গরম জলের মেশিন অর্থাৎ গিজারের মতো সামগ্রী থাকে না। কিন্তু তাতেও মাথা চারা দিচ্ছে বিদ্যুৎ বিল। প্রথমেই দেখতে হবে আপনার বাড়ির কম যন্ত্রটি সব থেকে বেশি পরিমাণে বিদ্যুৎ টানে। সেটিকে সনাক্ত করে বাদ দিতে হবে। প্রধানত পুরনো দিনের বাল্ব কিংবা ফ্যান বিদ্যুতের বিল বাড়িয়ে দিতে পারে সহজেই।

তাই প্রথমেই আপনাকে সেগুলি বাতিলের তালিকায় রাখতে হবে। বাজার থেকে কিনে আনতে হবে আধুনিক এলইডি বাল্ব এবং স্টার যুক্ত ফ্যান। স্টার অর্থাৎ বিদ্যুৎ কতো কম ব্যবহৃত হবে সেটিকে বোঝায়। অনেকে ভাবেন ফ্রিজ যদি বারবার অফ করে আবার চালানো যায় তাহলে বিদ্যুতের বিল কম আসবে। কিন্তু ফ্রিজের কম্প্রেসার ঠান্ডা হয়ে গেলে সে অনেকটা বেশি বিদ্যুৎ নেই, তাই বারবার অফ অন না করে চালিয়ে রাখুন ফ্রিজ। ঠিক একই পদ্ধতি মেনে চলুন এসির ক্ষেত্রে।