HomeBusinessবাজারে এল Cupex Portable Air Conditioner, জানুন বিস্তারিত

বাজারে এল Cupex Portable Air Conditioner, জানুন বিস্তারিত

- Advertisement -

Cupex Portable Air Conditioner: বিগত কিছুদিন ধরে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি হলেও সেই অর্থে বর্ষার দেখা নেই। কাজেই সকাল থেকে বাড়তে থাকছে তাপমাত্রা এবং প্রায় প্রতিদিনই বাড়ছে আদ্রতা। যার ফলে সাধারণ মানুষের অস্বস্তি আরো বেড়ে চলেছে। তবে বাড়ি ফিরে সিলিং ফ্যানের হাওয়া ছাড়া মধ্যবিত্তের কোন উপায় নেই।

সাধারণত অনেকেরই ইচ্ছা থাকে এসি কেনার তবে বাজেট এবং বিদ্যুৎ বিলের দিকে তাকিয়ে অনেকেই পিছুপা হন। তবে সম্প্রতি বাজারে এসেছে বিভিন্ন ধরনের পোর্টেবল এয়ারকন্ডিশনের। যার দাম সামান্য টেবিল ফ্যানের মতো। শুধু তাই নয়, ঘরের যে কোন প্রান্তে রাখলে মুহূর্তের মধ্যে হিমশীতল পরিবেশ তৈরি করবে ঘরের ভেতরে।

   

অন্যভাবে বলতে গেলে সেই অর্থে কোন বিদ্যুৎ বিলের খরচ নেই কারণ সামান্য মোবাইল ফোনের চার্জার দিয়েই ঘন্টার পর ঘন্টা চলতে পারে এই পোর্টেবল এয়ারকন্ডিশনের তাছাড়া রয়েছে ব্যাটারি সিস্টেম। অর্থাৎ পাওয়ার কাঠ হলেও আর কোনো চিন্তা নেই ঠিক একইভাবে ঘর ঠান্ডা করবে ছোট্ট পোর্টেবল এয়ারকন্ডিশনের। সম্প্রতি ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন নিয়ে এসেছে এমনই এক পোর্টেবল এয়ারকন্ডিশনর।

সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে এই এয়ারকন্ডিশনারটির নাম Cupex Portable Air Conditioner। এটির বর্তমান বাজার মূল্য প্রায় ২৫০০ টাকার কাছাকাছি তবে অ্যামাজন এই প্রোটেবল এয়ারকন্ডিশনার আপনাকে দিচ্ছে মাত্র 789 টাকায়। এর মধ্যে পেয়ে যাবেন আপনি থ্রি স্পিড কুলিং মুড। বিদ্যুৎ ছাড়া বাড়ির যেকোনো কোণে রেখে দিলে মাত্র কিছুক্ষণের মধ্যেই ঘর ঠান্ডা করবে এই যন্ত্র।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular