বিশ্বজুড়ে ডাউন চ্যাটজিপিটি, টুইটার-ফেসবুকে অভিযোগের ঝড়

কলকাতা: বুধবার হঠাৎ করেই বড়সড় সমস্যায় পড়লেন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটজিপিটি ব্যবহারকারীরা। সকাল ১১টার পর থেকে একযোগে সেবায় ব্যাঘাত ঘটতে শুরু করে। টেক ট্র্যাকার ওয়েবসাইট…

বিশ্বজুড়ে ডাউন চ্যাটজিপিটি, টুইটার-ফেসবুকে অভিযোগের ঝড়

কলকাতা: বুধবার হঠাৎ করেই বড়সড় সমস্যায় পড়লেন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটজিপিটি ব্যবহারকারীরা। সকাল ১১টার পর থেকে একযোগে সেবায় ব্যাঘাত ঘটতে শুরু করে। টেক ট্র্যাকার ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এ শত শত অভিযোগ জমা পড়ে কয়েক ঘণ্টার মধ্যে। ভারত থেকেও ৫০০-র বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানান। যদিও দুপুর ৩টা ৩০ মিনিট নাগাদ অভিযোগের সংখ্যা নেমে আসে ৪২-এ।

কোথায় কী সমস্যা?

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ৮৫ শতাংশ ব্যবহারকারী চ্যাটজিপিটি পরিষেবার সমস্যায় পড়েছেন। ১৩ শতাংশ ব্যবহারকারী ওপেনএআই-এর ওয়েবসাইটে সমস্যা জানান। আর ২ শতাংশ অভিযোগ আসে Writing Coach ফিচার ঘিরে। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ—দু’দিকেই সমস্যা দেখা যায়। তবে অনেকে জানিয়েছেন, পরিষেবা তাঁদের কাছে ঠিকঠাকই কাজ করছে।

   

এখনও পর্যন্ত ওপেনএআই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই বিপর্যয় নিয়ে কোনও বিবৃতি দেয়নি।

পূর্ব অভিজ্ঞতা chatgpt OpenAI service disruption

এটাই প্রথম নয়। চ্যাটজিপিটি অতীতে একাধিকবার পরিষেবা বিপর্যয়ের শিকার হয়েছে—

২৩ জানুয়ারি ২০২৫: স্পেন, আর্জেন্টিনা, আমেরিকাসহ একাধিক দেশে পরিষেবা বন্ধ ছিল প্রায় তিন ঘণ্টা।

২৬ ডিসেম্বর ২০২৪: বড় ধরনের গ্লিচ কার্যত অচল করে দেয় সিস্টেমকে।

৫ ফেব্রুয়ারি ২০২৫: বিশ্বজুড়ে পরিষেবা বিপর্যয়ে ২২ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছিল।

সাম্প্রতিক সময়: সেপ্টেম্বরের ১, ২ ও ৩ তারিখেও কয়েক মিনিটের জন্য একাধিকবার বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা।

Advertisements

বিকল্প পরিষেবা

চ্যাটজিপিটি সাময়িকভাবে বন্ধ থাকলেও ব্যবহারকারীদের জন্য রয়েছে কয়েকটি বিকল্প এআই টুল—

গুগল জেমিনি: দ্রুত কনটেন্ট তৈরি করার জন্য আদর্শ।

মাইক্রোসফট কোপাইলট: প্রিমিয়াম চ্যাটজিপিটি-র মতো অভিজ্ঞতা দেয়, সঙ্গে ইমেজ জেনারেশনের সুবিধা।

ইউচ্যাট (YouChat): সার্চ ইঞ্জিন ক্ষমতায় আপডেটেড ও প্রাসঙ্গিক উত্তর দিতে সক্ষম।

জ্যাসপার চ্যাট: কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষভাবে তৈরি, এসইও-অপ্টিমাইজড আউটপুট দেয়।

পারপ্লেক্সিটি এআই: গবেষণা ও একাডেমিক কাজে উপযোগী, নির্ভুল সাইটেশন সহ তথ্য সরবরাহ করে।

Technology: ChatGPT services faced a major outage on Wednesday, with hundreds of users reporting issues on DownDetector. The OpenAI-powered chatbot experienced widespread disruptions, leaving many unable to access its services. This is the latest in a series of technical glitches.