HomeBusinessTechnologyMultiple SIM: একজন ব্যক্তির নামে চারটি সিম কার্ড, বড় ঘোষণা করতে চলেছে...

Multiple SIM: একজন ব্যক্তির নামে চারটি সিম কার্ড, বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র

- Advertisement -

বর্তমান পরিস্থিতি পুরোপুরিভাবে ডিজিটাল হওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে। আর সেই লক্ষ্যমাত্রা অনেকটা পূরণও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মূলত ইন্টারনেট প্রযুক্তিকে ব্যবহার করে সমগ্র দেশ ডিজিটাল মাধ্যমে অগ্রসর হয়েছে যারা মূলে রয়েছে সিম কার্ড (Multiple SIM)।

বর্তমানে ভারতে বেশ কিছু টেলিকম সংস্থা তাদের সিমকার্ড ব্যবহার করে সাধারণ মানুষকে কলিং এবং ইন্টারনেট করার মত সুবিধা দিয়ে থাকে তবে সম্প্রতি সমীক্ষায় দেখা গিয়েছে এই সিম কার্ডের জালিয়াতি সংখ্যা আগের থেকে বেড়েছে অনেকটাই। তাই এবার সিম কার্ড জ্বালিয়ে দিতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। একটা সময় ছিলাম যখন একজন ব্যক্তি তার নিজস্ব ভোটার কিংবা আধার কার্ডের পরিবর্তে যত খুশি সিম কার্ড নিজের নামে নিতে পারত কিন্তু ২০২১ সালে সেই অগণিত সংখ্যা কমিয়ে নিয়ে আসা হয় মাত্র নয়টি সিম কার্ডে।

   

আর এবার তার থেকে কমিয়ে মাত্র চারটি সিম কার্ড একজন ব্যক্তির নামে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। মূলত বর্তমানে দেশের যে সমস্ত সাইবার প্রতারণা হয় তার বেশিরভাগটাই ভুয়া কলিং এর মাধ্যমে ঘটে থাকে।

নিজের অজান্তেই যে কোন ব্যক্তির নামে ইস্যু করা সিমকার্ড ব্যবহার করে একের পর এক সাইবার জালিয়াতি চালিয়ে যায় প্রতারণা। যার ফলে আইনের চোখে অপরাধী হন ওই ব্যক্তি। কিন্তু এবার সাইবার জালিয়াতি রুখতে একটি আইডি কার্ডের পরিবর্তে মাত্র চারটি সিম কার্ড দেওয়ার মতো বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র।

#SIMCards #MultipleConnections #GovernmentAnnouncement #MobileUsers #TelecomIndustry #Regulation #Compliance

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular