অ্যাপেল-এর (Apple) ইলেকট্রনিক গ্যাজেট মানেই তা সাধারণত মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। এদিকে জগৎ বিখ্যাত অ্যাপেল আইফোন (Apple iPhone) কেনার স্বপ্ন দেখেন না, এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। সকলের মনে একটাই বাসনা, দামে একটু ছাড় পাওয়া গেলে হয়ত কিনে ফেলা যেত। এমন চিন্তা যদি আপনিও করে থাকেন তবে জানিয়ে রাখি, এখনই আইফোন কেনার সবচেয়ে বড় সুযোগ। কারণ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফ্লিপকার্ট ফ্ল্যাগশিপ সেল (Flipkart Flagship Sale) শুরু হয়েছে। iPhone, Mac থেকে শুরু করে অ্যাপেলের বিভিন্ন অ্যাক্সেসরিজে পাওয়া যাচ্ছে লোভনীয় ডিসকাউন্ট। এই প্রতিবেদনে চারটি সেরা ডিল সম্পর্কে হদিশ দেওয়া হল।
দেশে শুরু হয়েছে Flipkart Flagship Sale
Apple iPhone 14 Plus
আপনি যদি একটি বড় স্মার্টফোন কিনবেন বলে ভেবে থাকেন, তবে Apple iPhone 14 Plus-হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। এতে রয়েছে বৃহত ৬.৭ ইঞ্চি স্ক্রিন। ডিসকাউন্ট ধরে ই-কমার্স সংস্থা থেকে মডেলটি ৫৭,৪৯৯ টাকায় কেনা যাচ্ছে। এই ফোনে উপলব্ধ একটি শক্তিশালী ব্যাটারি।
MacBook Air M1
তালিকার পরবর্তী স্থানে রয়েছে MacBook Air M1। কোন ব্যক্তি প্রিমিয়াম ল্যাপটপ কেনার চিন্তা করে থাকলে এই মডেলটির উপর চোখ বেজে ভরসা করতে পারেন। কোনরকম সমস্যা ছাড়াই এতে ভিডিও স্ট্রিমিং, ওয়েব ব্রাউজিং করা যায়। এতে রয়েছে macOS অপারেটিং সিস্টেম।
Apple Mac mini M2
যদি সস্তায় একটি কম্প্যাক্ট কম্পিউটার প্রয়োজন পড়ে থাকে, তবে Apple Mac mini M2 আপনার সেই প্রয়োজন মেটাবে। বর্তমানে ৫১,৯০০ টাকা অফার প্রাইসে কেনা যাচ্ছে মডেলটি। M2 চিপ সহ এতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। বাড়ি বা অফিসে ব্যবহারের জন্য এটি আদর্শ।
পুজোয় সঙ্গীকে নিয়ে নতুন বাইকে ঘুরতে চান? Kawasaki আনছে এই দুর্দান্ত মডেল
10th Gen iPad
10th Gen iPad বহু ব্যবহারকারীর অতি পছন্দের একটি গ্যাজেট। এতে রয়েছে প্রিমিয়াম মেটাল-ইউনি বডি ডিজাইন, ইউএসবি-সি পোর্ট। আবার অ্যাপেল পেন্সিল ব্যবহার করা যায় এতে। এখন মাত্র ২৯,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে দশম প্রজন্মের আইপ্যাড।