BSNL-এর এই সস্তার প্ল্যান সম্পর্কে জানেন? প্রতিদিন 1 জিবি ডেটা, আরও কত কী…

বছরের মাঝামাঝিতে রিল্যায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন রিচার্জ প্ল্যানের খরচ বাড়ানোর কথা ঘোষণা করেছিল। ফলে ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। বহু ক্রেতা অসন্তুষ্ট হয়ে…

BSNL-Recharge-Plan

বছরের মাঝামাঝিতে রিল্যায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন রিচার্জ প্ল্যানের খরচ বাড়ানোর কথা ঘোষণা করেছিল। ফলে ক্রেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। বহু ক্রেতা অসন্তুষ্ট হয়ে সরকারি সংস্থা বিএসএনএল-এ (BSNL Recharge Plan) নম্বর পোর্ট করিয়েছেন। এক মাসের মধ্যে বিএসএনএল-এর গ্রাহক সংখ্যা কয়েক লক্ষ বাড়তে দেখা যায়। সেই সুযোগে একের পর এক দারুণ প্ল্যান লঞ্চ করে গ্রাহকদের মাতিয়ে রাখছে সংস্থা। এবারেও তেমনই একটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে, যা অন্যান্য কোন কোম্পানির কাছে নেই। চলুন এই প্ল্যান সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

BSNL সস্তা প্ল্যান

   

BSNL-এর এই প্ল্যানের দাম 345 টাকা। ভ্যালিডিটি দুই মাস অর্থাৎ ৬০ দিনের। এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের আওতায় রয়েছে আনলিমিটেড কলিং। আবার প্রতিদিন 100টি করে এসএমএস পাওয়া যায়।

দৈনিক ডেটা শেষ হয়ে গেলে এই প্ল্যানের ডেটা স্পিড হবে ৪০ কেবিপিএস। হিসেব করে দেখলে দেখা যাবে, বিএসএনএলের এই প্ল্যানে ১ জিবি ডেটা পাওয়া যাচ্ছে মাত্র ৫.৭৫ টাকায়। কোনো বেসরকারি প্রতিষ্ঠানের এ ধরনের প্ল্যান নেই।

এদিকে সম্প্রতি বিএসএনএল তাদের একটি প্ল্যানের (BSNL Recharge Plan) বৈধতা দু’দিন কমিয়ে দিয়েছে। সংস্থা তাদের একটি জনপ্রিয় প্ল্যানের বৈধতা কমিয়ে দিয়েছে। বিএসএনএলের ৪৮৫ টাকার প্ল্যান রয়েছে, যার সঙ্গে ৮২ দিনের বৈধতা আগে পাওয়া যেত। কিন্তু এখন কোম্পানি তার বৈধতা ৮০ দিন করে দিয়েছে।