HomeBusinessঅবশেষে লঞ্চ হলো Boult Crown, সাথে থাকছে দুর্দান্ত ফিচার

অবশেষে লঞ্চ হলো Boult Crown, সাথে থাকছে দুর্দান্ত ফিচার

- Advertisement -

বর্তমানে প্রযুক্তি আগের থেকে অনেক উন্নত আর প্রযুক্তি যত উন্নত হচ্ছে মানুষের উচিত ততই বদলে যাচ্ছে। প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে ধীরে ধীরে মানুষ হয়ে উঠছে স্মার্ট। পকেটে স্মার্টফোন থেকে শুরু করে হাতে স্মার্ট ওয়াচ সবকিছুই এখন অত্যাধুনিক। বিগত কয়েক বছরে ভারতীয় বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ। তাদের মধ্যে অন্যতম হলো Boult।

সম্প্রতি সংস্থার পক্ষ থেকে নিয়ে আসা হলো আরো একটি নতুন স্মার্ট ওয়াচ। যার নাম দেওয়া হয়েছে Boult Crown। আপনি খুব সহজেই ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবেন এই নতুন স্মার্ট ওয়াচটি। যার দাম রাখা হয়েছে মাত্র ১৫০০ টাকা। এই নতুন স্মার্টও আছে থাকছে ১.৯৫ ইঞ্চির ফুল এইচডি টাচ ডিসপ্লে। একই সাথে থাকছে ধাতব ফ্রেম যা স্মার্টওয়াচটিকে দেবে প্রেমিয়াম লুক।

   

একই সাথে আপনি পেয়ে যাবেন দেড়শটির বেশি ওয়াচ ফেস। অন্যদিকে থাকছে ব্লুটুথ 5.2 এর সাপোর্ট। সংসার পক্ষ থেকে জানা গিয়েছে তাদের এই নতুন স্মার্টওয়াচ রাখছি স্পিকার এবং মাইক অর্থাৎ আপনি স্মার্ট ওয়াচের সাহায্যে কথাও বলতে পারবেন।

তাছাড়া থাকছে বিভিন্ন ধরনের হেলথ ফিচার একই সাথে থাকছে নাইট মোড। তাছাড়া এই নতুন স্মার্টও আছে থাকছে হার্ট রেট মনিটর অক্সিজেন সেন্সার স্লিপ মনিটর ১০০টির বেশি স্পোর্ট মোড এবং ব্লাড প্রেসার মাপার মত অত্যাধুনিক ফিচার। সংসার পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন স্মার্টওয়াচটি ধুলো কিংবা জলে কোন রকম ভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর

Most Popular

Recent Comments