বর্তমানে গোটা বিশ্ব প্রযুক্তি নির্ভর ফলে একে অপরের সাথে যোগাযোগ এখন আরও সহজ হয়ে উঠেছে কিন্তু সুবিধার পাশাপাশি রয়েছে বেশ কিছু অসুবিধাও। সাম্প্রতিক সময়ে স্মার্টফোনের যুগে বেড়ে চলেছে অনলাইন প্রতারণার মতো ঘটনা। যার ফলে অনেকেই সারা জীবনের গচ্ছিত অর্থ চোখের পলকে হারিয়ে ফেলছেন। যার জন্য অবশ্যই দায়ী স্প্যাম কল (Spam Calls)।
আমাদের সকলের ফোনেই প্রায় অবাঞ্চিত ফোন সেই থাকে যাকে আমরা এক কথায় স্প্যাম কল বলে থাকি। অনেক ক্ষেত্রে বিভিন্ন টেলিকম সংস্থা থেকে এই সমস্ত কল আসে। আর সেই সুযোগ নিয়ে দিনের পর দিন জালিয়াতি চক্র চালিয়ে যাচ্ছেন প্রতারকরা। সম্প্রতি আর সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। মূলত এইসব স্প্যাম করার মাধ্যমে নিজের অজান্তে আমাদের স্মার্টফোনে ঢুকে পড়ছে বিভিন্ন স্পাই ওয়্যার কিংবা ম্যাল ওয়্যারের মতো এপ্লিকেশন।
অন্যদিকে বর্তমানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান চালু করেছে তাদের অনলাইন সার্ভিস যার ফলে আমাদের ফোনের মধ্যেই থেকে যাচ্ছে ব্যাংকের যাবতীয় তথ্য এমনকি এটিএম কার্ডের পিন নম্বর যার ফলে সহজেই প্রতারণা আমাদের যাবতীয় গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য নিজেদের কাজে ব্যবহার করছে।
তাই বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনার ফোনে যদি বারবার এই ধরনের স্প্যাম কল আস্তে থাকে তাহলে ফোন এড়িয়ে চলুন কিংবা ফোন নম্বরটি ব্লক করে দিন যার ফলে সেই নম্বর থেকে আপনাকে আর কোনভাবেই বিরক্ত করতে পারবে না এবং আপনার কোন নথি তারা দেখতে পাবে না।