প্রকাশ্যে এলো Ather 450S, সাথে রয়েছে দুর্দান্ত ফিচার

বর্তমানে দেশের বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থার জোর দিচ্ছে ব্যাটারি চালিত গাড়ি নির্মাণের ওপর। পাশাপাশি কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার ও জোর দিয়েছে ব্যাটারি চালিত গাড়ি নির্মাণের উপর কারণ সাম্প্রতিক সময়ে আমাদের দেশে পরিবেশ দূষণ মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে একমাত্র ভরসা ব্যাটারি চালিত কিংবা বিদ্যুৎ চালিত গাড়ি।

বর্তমানে বিভিন্ন নামিদামি সংস্থা পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি ছাড়া জোর দিয়েছে ব্যাটারি চালিত গাড়ি নির্মাণের ওপর। সেই অর্থে বলতে গেলে দেশের বিভিন্ন স্টার্টআপ কোম্পানি হাজির হয়েছে তাদের নতুন নতুন ব্যাটারি চালিত গাড়ি নিয়ে। যার মধ্যে অন্যতম হলো ব্যাঙ্গালোরের একটি স্টার্টার কোম্পানি Ather Energy।

   

সম্প্রতি তারা একটি নতুন ই-স্কুটার লঞ্চ করেছে। যার নাম দেওয়া হয়েছে Ather 450S। সংসার তরফ থেকে জানা গিয়েছে এই গাড়ির বাজার মূল্য ১ লক্ষ ২৯ হাজার টাকা পাশাপাশি মিলবে সরকারের ভর্তুকি অর্থাৎ আরও খানিকটা দাম কমতে চলেছে। সাথে থাকছে ৩ কিলো ওয়াটের ব্যাটারি, যা একবার চার্জ দিলেই ১১৫ কিলোমিটার পথ অতিক্রম করবে সহজেই।

এই স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ হতে চলেছে ঘণ্টায় ৯০ কিলোমিটার। আগামী জুলাই মাস থেকে শুরু হবে স্কুটারটির বুকিং। সংস্থা তরফ থেকে জানানো হয়েছে তাদের নিজস্ব ওয়েব সাইটে গিয়েই করা যাবে নতুন স্কুটারের বুকিং।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন