85 হাজারের স্যামসাং গ্যালাক্সি S22 5G পাওয়া যাচ্ছে মাত্র 36,567 টাকায়! না কিনলেই পস্তাবেন

অ্যামাজন সেল 2024 অবশ্যই শেষ হয়েছে কিন্তু এখনও অ্যামেজন গ্রাহকদের স্মার্টফোনে তগড়ি ছাড় পাওয়া যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি S22 5G ফোনটি অনেক দামে কিনতে পারবেন। আমরা…

samsung galaxy s22 5g price 85 হাজারের স্যামসাং গ্যালাক্সি S22 5G পাওয়া যাচ্ছে মাত্র 36,567 টাকায়! না কিনলেই পস্তাবেন

অ্যামাজন সেল 2024 অবশ্যই শেষ হয়েছে কিন্তু এখনও অ্যামেজন গ্রাহকদের স্মার্টফোনে তগড়ি ছাড় পাওয়া যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি S22 5G ফোনটি অনেক দামে কিনতে পারবেন। আমরা আজ আপনার জন্য একটি বড়  ডিল আনতে চলেছি  যা আপনার হাজার টাকা বাঁচাতে পারে। 

Samsung Galaxy S22 5G মূল্য ভারতে

   

 এই ফোনটি 8 জিবি র‍্যাম/128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের 72 হাজার 999 টাকা গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। কিন্তু এখন আপনি ফোন চালু করবেন প্রাইজ থেকে 36 হাজার 432 টাকা ছাড়ের পর 36 হাজার 567 টাকা পাবেন। এই ফোনের অরিজিনাল দাম  85,999 টাকা। যদি আপনি পুরানা ফোন এক্সচেঞ্জ করতে পারেন তাহলে আপনি 32 হাজার 650 টাকায় অ্যাডিশনাল ছাড় দিতে পারবেন।

Samsung Galaxy S22 5G স্পেসিফিকেশন

এই স্মার্টফোনে 120 হার্টজ ডায়নামিক মোডেল 2X ডিসপ্লে আছে। উপরন্তু স্পীড এবং মাল্টিটাস্কিং এর জন্য এডসেট এ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 8 জেনরেশন 1 চিপসেট ব্যবহার করা হয়েছে। 

ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল অলট্রা ওয়াইড এঙ্গেল এবং 10 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফির জন্য ফোনে 10 মেগাপিক্সের ক্যামেরা সেন্সর পাওয়া যায়। এই ফোনে এম25জি কে ছাড়াও ওয়ানপ্লাস 12আরকে 8 জিবি র‍্যাম/256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও মিলবে। 

পাশাপাশি iQOO Neo9 pro 5GB ও 12 GB র‍্যাম/256 জিবি স্টোরেজ মিলবে। আইকু ব্র্যান্ড কে এইডসেট করা হয়েছে তাই অ্যামেজন এ ৩৮ হাজার ৯৯৯ টাকা বেচা যাচ্ছে।