Amazon : ইয়ারবাডে ৮১% ছাড়, স্মার্টফোনে ৫০%, হাফ দামে স্মার্ট টিভি আনুন বাড়িতে

উৎসবের মরসুমে যারা এখনও ডিসকাউন্ট অফারের সুবিধা নেন নি তাদের জন্য বিরাট সুযোগ। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন আবারও নিয়ে এসেছে ফেস্টিভ সেল। দ্য গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এক্সট্রা হ্যাপিনেস ডেজ সেল ২১ তারিখ অর্থাৎ গতকাল মধ্যরাত থেকে শুরু হয়েছে। ইয়ারবাড, স্মার্টফোন, স্মার্ট টিভিসহ ইলেকট্রনিক্স পণ্য কিনলে ক্রেতারা পাবেন প্রচুর ছাড়।আপনি এখনও সস্তায় পণ্য কিনতে পারেন। আপনি এখানে অ্যামাজনের কিছু দুর্দান্ত ডিল দেখতে পারেন।

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৩ কাল রাতে শেষ হয়েছে। তবে সস্তায় কিছু কিনতে পারলেন না ভেবে দুঃখ পাওয়ার দরকার নেই কারণ অ্যামাজন এখন এক্সট্রা হ্যাপিনেস ডেজ সেলের নামে পুনরায় সেল চালু রেখেছে। যা কাল রাত ১২টা থেকে শুরু হয়েছে। আপনি যদি আগের অ্যামাজন সেলের অফারের সুবিধা না নিয়ে থাকেন তবে আরও একবার এক্সট্রা হ্যাপিনেস ডেজ সেলে সস্তায় কেনার সুযোগ পাবেন।

   

অ্যামাজন ইয়ারবাডস অফার:

অ্যামাজন থেকে ইয়ারবড কিনলে ৮১ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। আপনি pTron Bassbuds Duo ইয়ারবাড কিনলে ৮১% ডিসকাউন্ট পেতে পারেন। এই ইয়ারবডগুলির দাম ২,৫৯৯ টাকা, তবে আপনি এগুলি মাত্র ৪৯৯ টাকায় কিনতে পারেন। এতে রয়েছে ৩২ ঘণ্টার মোট প্লেটাইম, ব্লুটুথ, ওয়্যারলেস কানেক্টিভিটি, টিডব্লিউএস, টাইপ সি ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার।

অ্যামাজন স্মার্টফোন অফার:

নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। রেডমি ১২সি কিনলে পাবেন ৫০ শতাংশ ডিসকাউন্ট। ৪ জিবি র ্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬.৭১ ইঞ্চি এইচডি ডিসপ্লের মতো ফিচার পাবেন এই স্মার্টফোনটিতে। ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার ফোনটি ১৩,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

অ্যামাজন স্মার্ট টিভি অফার:

এছাড়াও রয়েছে নতুন স্মার্ট টিভি কেনার দারুণ সুযোগ। আপনি ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ে স্মার্ট টিভি কিনতে পারবেন। ৩২ ইঞ্চি রেডমি এফ সিরিজের স্মার্ট এলইডি ফায়ার টিভি ২৪,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। ৫৫ ইঞ্চি সনি ব্রাভিয়া ৪কে আল্ট্রা এইচডি স্মার্ট এলইডি গুগল টিভি অরিজিনাল দাম ৯৯,৯০০ টাকা হলেও কিনতে পারবেন ৫২,৯৯০ টাকায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন