জলের দরে Samsung galaxy s23 ultra 5g, জানুন বিস্তারিত

samsung Galaxy S23 Ultra 5G

ভারতের যে সমস্ত স্মার্টফোন নির্মাণকারী সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হল Samsung। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় বাজারে একচেটিয়া রাজত্ব করছে কোরিয়ান এই স্মার্টফোন নির্মাণকারী সংস্থা। প্রায়ই দ্বারা প্রকাশে নিয়ে আসে তাদের নিত্য নতুন স্মার্টফোন।

যা স্বাভাবিকভাবেই দেশের সাধারণ মানুষের নজর কাড়ে। তবে এবার আর কোন নতুন স্মার্টফোন নয় বরং তাদের একটি প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে এলো খুবই কম দামে। Samsung galaxy s23 ultra 5g এই স্মার্ট ফোন অনেকদিন ধরেই দেশের সাধারণ মানুষের অন্যতম পছন্দের। তবে দামের ক্ষেত্রে অনেকেই পিছুপা হন এই স্মার্টফোন কিনতে।

   

বর্তমানে এই স্মার্টফোনের বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। তবে এবার ভারতের অন্যতম ই-কমার্স সাইট amazon নিয়ে এলো 5g রেভেলিউশন সেল। যার ফলে আপনি এই স্মার্টফোন পেয়ে যাবেন প্রায় ১০ হাজার থেকে ২০ হাজার টাকা কম দামে। আপনার যদি ভারতীয় স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রায় দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন।

তবে এখানেই শেষ নয়, অ্যামাজন আপনাকে আরো আট হাজার টাকা পর্যন্ত ছাড় দেবে। সেক্ষেত্রে স্মার্টফোনটির দাম দাঁড়াচ্ছে এক লক্ষ ৭ হাজার টাকার কাছাকাছি। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই স্মার্টফোন অত্যন্ত পছন্দের তার কারণ হলো এর ক্যামেরা। এই স্মার্টফোনের মধ্যে আপনি পাবেন 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। যা আপনাকে দেবে একদম DSLR এর মত ফটো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন