আসতে চলেছে Airtel Xtreme AirFiber 5g, জানুন বিস্তারিত

বর্তমান যুগে ইন্টারনেটের প্রয়োজনীয়তা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ ইন্টারনেট ছাড়া বর্তমানে কোন কিছুই করা সম্ভব নয়। অন্যদিকে ধীরে ধীরে কেবল টিভির…

আসতে চলেছে Airtel Xtreme AirFiber 5g, জানুন বিস্তারিত

বর্তমান যুগে ইন্টারনেটের প্রয়োজনীয়তা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ ইন্টারনেট ছাড়া বর্তমানে কোন কিছুই করা সম্ভব নয়। অন্যদিকে ধীরে ধীরে কেবল টিভির জায়গা করে নিচ্ছে স্মার্ট সেট টপ বক্স যা চলে ইন্টারনেটের মাধ্যমে।

তাই এক কথায় বলা যায় ধীরে ধীরে সমস্ত কিছুই চলে যাবে ইন্টারনেটের দখলে। ঠিক সেই কারণে দেশের বিভিন্ন টেলিকম সংস্থা জোর দিয়েছে ব্রডব্যান্ড টেকনোলজির (Broadband Technology) উপর। একটা সময় ছিল যখন আমাদের স্মার্টফোনি শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করা যেত কিন্তু এখন প্রায় প্রত্যেক বাড়িতেই রয়েছে জিও কিংবা এয়ারটেলের ফাইবার কানেকশন।

   

যার ফলে ইন্টারনেট এক্সপ্লোরিং অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আর আমাদের দেশের শীর্ষে রয়েছে জিও টেলিকম সংস্থা তবে অন্য যে একটি সংস্থা জিওকে টক্কর দেয় সেটি হল airtel। ঠিক একইভাবে এবার এয়ারটেল আনতে চলেছে, এয়ারটেল এক্সট্রিম এয়ার ফাইবার ফাইভ জি (Airtel Xtreme AirFiber 5g)।

Advertisements

একই সাথে আসতে চলেছে নতুন ধরনের এয়ারটেল রাউটার যার ভেতরেই থাকবে এয়ারটেল ৫জি সিম কার্ড বসানোর জায়গা। অর্থাৎ আপনি সেটিকে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। তবে ঠিক কবে এক্সট্রিম এয়ার ফাইবার ফাইভ জি লঞ্চ করবে এয়ারটেল সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে জিও এআর ফাইভ এর সাথে দামি যে খুব একটা হেরিফের হবে না সেটা অবশ্য এখনই বলা যায়।