প্রায় আট বছর পর ফের আন্দোলনে নামল কোচবিহার। এর আগেই কোচবিহারকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলনে নেমেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এবার ২০১৬ সালের পর ফের একবার নিজেদের সেই একই দাবি নিয়ে আন্দোলনে নামল ওই সংগঠন। এই আন্দোলনের নাম রাখা হয়েছে ‘রেল রোকো’ আন্দোলন (Rail Roko In Cooch Behar)।
এই সংগঠনের শীর্ষ নেতা বংশীবদন বর্মণের পূর্ব ঘোষণা মতো অনির্দিষ্ট কালের জন্য ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘রেল রোকো আন্দোলন’। এর জন্য শীর্ষ নেতা বংশীবদন তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে মঙ্গলবার রাতে জমায়েত শুরু করেন অসম-বাংলা সীমানায় জোড়াই রেলস্টেশনে। এরপর বুধবার ভোর হতে না হতেই ওই কর্মী-সমর্থকেরা হাতে ফেস্টুন, পোস্টার নিয়ে স্লোগান তুলে বসে পড়েন রেলপথে।
ডেরেকের ফোন গেল সুখেন্দুর কাছে, অনুঘটক কুণাল
প্রসঙ্গত, ২০১৬ সালে কোচবিহারে আলাদা রাজ্যের দাবি তুলে এভাবেই রেল অবরোধ আন্দোলন শুরু করেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সেসময় নিউ কোচবিহার স্টেশনে এই দাবিতে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ শুরু হয়েছিল। তখন প্রায় আশি ঘণ্টা ধরে অবরোধ চলার পর আধ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে রেললাইন থেকে অবরোধকারীদের সরিয়ে দিয়েছিল পুলিশ।
এমনকি তখন আন্দোলনকারীদের নেতা বংশীবদনবাবু পুলিশি অভিযানের কয়েক ঘণ্টা আগে থেকেই বেপাত্তা হয়ে গিয়েছিল। এবার ২০১৬ সালের পর ২০২৪-এ সেই একই দাবি নিয়ে জোড়াই রেলস্টেশনে আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হল সেই রেল অবরোধ। তবে এই রেলস্টেশনকে অবরোধের কেন্দ্রস্থল হিসাবে বাছার পেছনে মূল কারণ হল উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ বিঘ্নিত করা।
আর তাই সেইমতো মঙ্গলবার রাত থেকে ওই সংগঠনের জমায়েতের জেরে উত্তর-পূর্ব ভারতের রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। এই আন্দোলনের জেরে বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি-গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস সহ আরও কিছু ট্রেন। অন্যদিকে ঘুরপথে যাচ্ছে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার অরুণাচল এক্সপ্রেস, নিউ দিল্লি এক্সপ্রেস এবং কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস।
মঙ্গলবার অনেক ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে উত্তর-পূর্ব ভারতীয় রেল। বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি গৌহাটি আপ এবং ডাউন বন্দে ভারত এক্সপ্রেস। বাংলা থেকে অসমের দিকে যে ট্রেনগুলো যাওয়ার কথা ছিল সেগুলোর যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ট্রেন অবরোধের জন্য এমন পরিস্থিতিতে স্টেশনে এসে সমস্যার মুখে পড়া যাত্রীদের নিউ কোচবিহার স্টেশন থেকে বাসে করে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে অনেক ট্রেন বাতিল হওয়ার পাশাপাশি কাল থেকে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন প্রচুর যাত্রী।
Rail Roko In Cooch Behar: After nearly eight years, the movement for a separate state of Cooch Behar has resurfaced. The Greater Cooch Behar Peoples Association, which had previously led protests for Cooch Behar’s recognition as an independent state, has revived the same demand. This time, they have launched a “Rail Roko” movement, where they are blocking railway tracks to highlight their cause.