সৌরশক্তিতে চার্জ হয়, এমন এক হেডফোন 

ঘুরতে বেরিয়েছেন, ইচ্ছে করছে কিছুক্ষণ গান শোনার! কিন্তু গান শুনতে পারছেন না, কারণ চার্জ নেই হেডফোনে। শেষ হয়ে যেতে চলেছে এই বিড়ম্বনার। কিছুক্ষণ রোদে ঘুরে এলেই মিটে যাবে সমস্যা। শুনতে অদ্ভুত শোনালেও সত্যি হতে চলেছে এই ঘটনা।

একটি ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী সংস্থা বাজারে আনল এমন হেডফোন, যা চলবে সৌরশক্তিতে। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডস বাজারে এনেছে আরপিটি-০২ এসওএল নামক সৌরশক্তিচালিত হেডফোন। মাথার ওপরের যে পটি থাকে তাতেই বসানো হয়েছে সৌর-প্যানেল।

   

সংস্থার দাবি, শুধু সূর্যালোকই নয়, যেকোনো আলোতেই চার্জ দেওয়া যাবে এই হেডফোন। সাধারণ টাইপ ‘সি’ তার দিয়েও দেওয়া যাবে চার্জ। পুরো চার্জ হতে সময় লাগবে দুই ঘণ্টা। ভি৫.২ ব্লুটুথ-এর মাধ্যমে ব্যবহার করা যাবে হেডফোনটি।

থাকবে ফোন ধরা ও গান বদল করার মতো অন্যান্য সাধারণ পরিষেবাও। সংস্থার দাবি, এক বার চার্জ দিলে ৮০ ঘণ্টা গান শোনা যাবে হেডফোনটিতে।আপাতত আমেরিকাতেই মিলবে হেডফোনগুলো। দাম প্রায় ২২৫ ডলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন