Tech News: এখন আরও সস্তা Samsung Galaxy A14

Tech News: বর্তমানে আমাদের সকলের হাতেই রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্মার্টফোন। তবে সমীক্ষা বলছি এখনো পর্যন্ত দেশের অনেক মানুষ রয়েছেন যাদের হাতে রয়েছে ফিচার ফোন।

samsung galaxy a14

Tech News: বর্তমানে আমাদের সকলের হাতেই রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্মার্টফোন। তবে সমীক্ষা বলছি এখনো পর্যন্ত দেশের অনেক মানুষ রয়েছেন যাদের হাতে রয়েছে ফিচার ফোন। অনেক ক্ষেত্রে দেখা যায় একটি দামি স্মার্টফোন কেনার ইচ্ছা থাকলেও টাকার অভাবে সেটা সবসময় হয়ে ওঠে না। তাছাড়া যদি হঠাৎ করে আমাদের স্মার্টফোন চুরি হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে সবার প্রথমে মাথায় আসে সেই স্মার্টফোনটিকে সারিয়ে নেওয়ার কথা।

কারণ বর্তমানে স্মার্টফোন কিনতে গেলে ন্যূনতম দশ হাজার টাকা খরচ করতেই হবে। তবে এবার আপনি মাত্র কিছু টাকার বিনিময় পেয়ে যেতে পারবেন Samsung galaxy a14। সম্প্রতি এই স্মার্টফোনটি লঞ্চ করেছে স্যামসাং। ভারতে স্মার্টফোন নির্মাণকারী সংস্থা গুলির মধ্যে স্যামসাং যে অন্যতম প্রধান সংস্থা সেটা নতুন করে বলে দেওয়ার কিছু নেই।

আপাতত তিনটি ভেরিয়েন্ট এ স্মার্টফোনটি পাওয়া যাবে তার মধ্যে একটি হল 8gb ram 128gb ইন্টারনাল স্টোরেজ, 6gb ram 128gb ইন্টার্নাল স্টোরেজ এবং 4gb ram ও 64gb ইন্টার্নাল স্টরেজ। এর মধ্যে সবথেকে প্রথম ভেরিয়ান্ট অর্থাৎ 4gb ram এবং 64gb ইন্টার্নাল স্টোরেজ এই স্মার্টফোনটির দাম প্রায় ১৮৫০০ টাকা।

তবে Samsung আপনাকে ২০০০ টাকা ছাড় দিচ্ছে প্রথমে অর্থাৎ স্মার্টফোনটির দাম দাঁড়াচ্ছে ১৬৫০০ টাকা। তার ছাড়া রয়েছে আরও একটি আকর্ষণীয় অফার। যার মাধ্যমে আপনি যদি প্রতিদিন কুড়ি থেকে ২৫ টাকা খরচা করেন তাহলে সহজেই কিনে নিতে পারেন এই স্মার্টফোনটি। ঠিক এইরকমই দুর্দান্ত সুবিধা নিয়ে এসেছে কোরিয়ান স্মার্টফোন নির্মাণকারী সংস্থা Samsung।