বেশকিছু রাসায়নিক স্টকে এবার মিলতে চলেছে বিশেষ রিটার্ন, রইল বিস্তারিত

সম্প্রতি বাজারে দেখা গিয়েছে অর্থনৈতিক লেখচিত্রের উর্দ্ধগতি । সপ্তাহ খানেক ধরে একাধিক ব্যাবসায় দ্রুত বেড়েছে শেয়ার বাজারের মূল সূচকগুলি। এরই মাঝে কৃষি রাসায়নিক বিভাগের দিকে…

SHARE MARKET

সম্প্রতি বাজারে দেখা গিয়েছে অর্থনৈতিক লেখচিত্রের উর্দ্ধগতি । সপ্তাহ খানেক ধরে একাধিক ব্যাবসায় দ্রুত বেড়েছে শেয়ার বাজারের মূল সূচকগুলি। এরই মাঝে কৃষি রাসায়নিক বিভাগের দিকে লক্ষ্য রেখেছেন বিশেষজ্ঞ মহল। তাঁদের মতে,বর্তমানে এই সকল রাসায়নিক স্টক গুলির উপর বিশেষ বৃদ্ধি দেখা যেতে পারে। সেই কারনেই বেশ কিছু রাসায়নিক স্টক বেছে নিয়েছেন তাঁরা।

বায়ের ক্রপসসিয়েন্সঃ-

   

এই স্টকটি কেনার পিছেনেও বেশ কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে বর্তমানে শেয়ারটির দাম ৩০.৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ারটির দর উঠেছিল প্রায় ১.০৮ শতাংশ যা বৃদ্ধি পেয়ে হয় ৫৫৮৪.৭০ টাকায়। বর্তমানে কোম্পানিটির মূলধনের পরিমাণ ২৪২৩৩ কোটি টাকা। তবে গত এক বছরে এই শেয়ারটির দাম বেড়েছে প্রায় ৩৫.০১ শতাংশ। যদি তিন থেকে পাঁচ বছরের হিসাবে ধরা হয় তবে এই কোম্পানির স্টক বিনিয়োগকারীরা তাদের সম্পদের পরিমান বৃদ্ধি করেছে যথাক্রমে ৩.৫৮ এবং ৩৬.২১ শতাংশে।

পিআই ইন্ড্রাষ্ট্রিজঃ-

এই কোম্পানির স্টকটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন ২৫ জন বিশ্লেষক। তাঁরা জানিয়েছেন স্টকটির দাম 56 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথা। কারণ দুইদিন আগে শেয়ারটির মূল্য বৃদ্ধি হয়ে দাঁড়ায় ০.০৯ শতাংশ থেকে ৩৫৭৯.৭৫ টাকায়। তবে বর্তমানে স্টকটির বাজারগত মূলধনের পরিমাণ ৫৪৭১৬ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া গত এক বছরে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ৯.৩৩ শতাংশ পর্যন্ত। যদি তিন থেকে পাঁচ বছরের হিসাবে ধরা হয় তবে এই কোম্পানির স্টক বিনিয়োগকারীরা তাদের সম্পদের পরিমান বৃদ্ধি করেছে যথাক্রমে ৩৮.৪০ এবং ২২৩.৭৮ শতাংশে।

সুমিটোমো কেমিক্যাল ইন্ডিয়াঃ-

কয়েকজন জন বিশেষজ্ঞ এই স্টকটির ঊর্ধ্বগতির কথা জানিয়েছেন। তবে গত দুই দিন আগে এই শেয়ারটির দাম নিম্নমুখী ছিল। ওইদিন এই শেয়ারটির দর ছিল মাত্র 405.75 টাকা। তবে বর্তমানে কোম্পানিটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে ১৯৬৫১ কোটি টাকা। এক বছরে এই শেয়ারটির দাম বেড়েছে প্রায় ৪.৯৯ শতাংশে।

রাল্লিস ইন্ডিয়াঃ-

এই স্টকটি কেনার পিছেনেও বেশ কিছু বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন। তাদের মতে বর্তমানে কোম্পানির এই শেয়ারের দর ২২.৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে কোম্পানিটির শেয়ারের মূল্য হয়ে দাঁড়িয়েছে ২৭৬.৫০ টাকয়। কিন্তু সংস্থার বর্তমানে বাজারগত মূল্য রয়েছে ৫৩৭৮ কোটি টাকা। এক বছরের হিসাবে অনুযায়ী এই কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৬.৯২ শতাংশ।

তাই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে নানান বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই সকল রাসায়নি স্টকে বিনিয়োগ করলে ব্যবসায়ীরা লাভবানই হবেন। তাই এখনই বিনিয়োগ করতে পারে ব্যবসায়ীরা।