বন্ধ করুন একাধিক ‘সিম’, হতে পারে জেল, সাথে লক্ষাধিক টাকা জরিমানা, জানুন

আপনার নামে কি একাধিক সিম কার্ড (Sim card rules) রেজিস্টার্ড অবস্থায় রয়েছে? তাহলে আপনি পড়তে পারেন বিশেষ সমস্যায়। কারণ একজন গ্রাহক হিসাবে আপনি মোট কটি…

sim card

আপনার নামে কি একাধিক সিম কার্ড (Sim card rules) রেজিস্টার্ড অবস্থায় রয়েছে? তাহলে আপনি পড়তে পারেন বিশেষ সমস্যায়। কারণ একজন গ্রাহক হিসাবে আপনি মোট কটি সিম ব্যবহার করতে পারবেন সেই বিষয়টি ইতিমধ্যেই টেলিকম আইনে উল্লেখ করে দেওয়া হয়েছে। টেলিকম আইনে উল্লেখিত সংখ্যার চেয়ে বেশি সিম কার্ড (Sim card rules)  ক্রয় করা হলে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। এমনকি বারংবার নিয়ম লঙ্ঘন করলে হতে পারে জেল।

একজন ব্যক্তি সর্বাধিক কতগুলি সিমকার্ড (Sim card rules)  ক্রয় করতে পারবেন, সেই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে তিনি কোথা থেকে সিম কার্ড (Sim card rules)  নিচ্ছেন সেই বিষয়টির উপর। তবে একজন ব্যাক্তির “সর্বাধিক সিম কার্ডের (Sim card rules)  সীমা একজন ব্যক্তি পিছু ৯ টি করে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ ৯ টি সিমকার্ড(Sim card rules) ক্রয় করতে পারেন। তবে জম্মু কাশ্মীর, আসাম এবং নর্থইস্ট লাইসেন্সড সার্ভিস এরিয়ার একজন ব্যক্তি সর্বাধিক ছয়টি করে সিম ক্রয় করতে পারবেন। ২০২৩ সালের নতুন টেলিকমিউনিকেশন আইনে এই নিয়মগুলি কার্যকর করা হয়েছে।”

   

এই নিয়মগুলি ২০২৪ সালের জুন মাসের ২৬ তারিখ থেকে কার্যকর হয়ে গিয়েছে। আপনি যদি আপনার নামে নয়টি বা নির্দিষ্ট এলাকার উপর ভিত্তি করে ছয়টির বেশ সিম কার্ড (Sim card rules)  ক্রয় করেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। নির্ধারিত সীমার বাইরে সিম কার্ড (Sim card rules) ব্যবহারের জন্য প্রথমবার করা অপরাধের ক্ষেত্রে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। পরবর্তী প্রতিটি অপরাধের জন্য জরিমানার পরিমাণ ২ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।

সেনসেক্সে দেখা গেল বিশেষ পতন, নিফটি 24450 -এর নীচে

তবে “প্র্রয়োজনের থেকে বেশি সিম কার্ড (Sim card rules)  থাকার জন্য অতিরিক্ত নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া জরিমানা বা কারাদণ্ডের কোন নির্ধিষ্ট বিধান নেই। তবে, নতুন টেলিকমিউনিকেশন আইন অনুসারে জালিয়াতি, প্রতারণা বা প্রতারক ব্যক্তির থেকে সিম কার্ড (Sim card rules) ক্রয় করার বিষয়টির কারণে আপনাকে কারাদণ্ডে দন্ডিত করা হতে পারে। এছাড়া ৩ বছর পর্যন্ত জেল বা ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয়ই আরোপ করার বিধান রয়েছে।”

তাই আপনি যদি নয়টির বেশি সিম নিজের নামে নিয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আপনাকেই নির্ধারিত নম্বরের চেয়ে বেশি সিম কার্ড (Sim card rules)  নেওয়ার জন্য দায়ী করা হবে। তাই, আপনার নামে কতগুলি সিম কার্ড (Sim card rules)  রয়েছে সেই বিষয়টি জেনে রাখা এখন বিশেষ গুরুত্বপূর্ণ। নিশ্চিত হতে আপনি Sanchar Saathi portal –এ গিয়ে এই বিষয়টি যাচাই করে নিতে পারেন এখনই।