সেনসেক্সে আজ বড় পতন, নিফটিও নিম্নমুখী

শেয়ার বাজারে (Share Market) লাভ, ক্ষতি লেগেই থাকে প্রত্যেকদিন। সেই রখমই আজ সকালে বাজারের (Share Market) মূল সূচকগুলিতে অনেকটাই পতন দেখা গিয়েছে। এদিন সকালে বম্বে…

Stock market fall India

শেয়ার বাজারে (Share Market) লাভ, ক্ষতি লেগেই থাকে প্রত্যেকদিন। সেই রখমই আজ সকালে বাজারের (Share Market) মূল সূচকগুলিতে অনেকটাই পতন দেখা গিয়েছে। এদিন সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 86.38 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 80265.26 স্তরে। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি 20.40 পয়েন্টে থেকে দাঁড়য়েছে 24412.80 -এর স্তরে। যার কারণে আজ সেক্টরগুলির মধ্যে একাধিক সূচক যেমন নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি কনজাম্পশন, এবং নিফটি সার্ভিস সেক্টরের সূচকগুলি চলে যায় রেডজোনে।

Advertisements

তবে আজ নিফটির ক্ষেত্রে সবচেয়ে বেশি ঊর্ধ্বগতিতে ছিল নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি পিএসই, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক।

বিজ্ঞাপন

বন্ধ করুন একাধিক ‘সিম’, হতে পারে জেল, সাথে লক্ষাধিক টাকা জরিমানা, জানুন

আবার এদিন সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গেছে যে সকল স্টকে সেগুলি হল রাজেশ এক্সপোর্টস, রেল বিকাশ নিগম, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস, হোম ফার্স্ট ফিনান্স কোম্পানি ইন্ডিয়া, রেমন্ড, ফাইভ স্টার বিজনেস ফিনান্স, মেট্রো ব্র্যান্ডস, ব্রিগেড এন্টারপ্রাইজেস, ম্যানকাইন্ড ফার্মা, মারুতি সুজুকি ইন্ডিয়া, এবং ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের, হোনাসা কনজিউমার, চোলামন্ডলম ফিনান্সিয়াল হোল্ডিংস, শেয়ারে।

এছাড়া আজ যে সকল স্টকে বেশি পতন দেখা গেছে সেগুলি হল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার, দ্য ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস ত্রাবাঙ্কোর, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, দীপক ফার্টিলাইজারস অ্যান্ড পেট্রোকেমিক্যালস কর্পোরেশন, হিন্দুস্তান কপার, ভারত ডায়নামিক্স, বম্বে বার্মা ট্রেডিং কর্পোরেশনে।