২০২৬-এ বাজারে আসছে জিওর IPO, ঘোষণা মুকেশ আম্বানির

নয়াদিল্লি: ভারতের টেলিকম ও ডিজিটাল দুনিয়ার জায়ান্ট রিলায়েন্স জিও আগামী ২০২৬ সালের প্রথমার্ধেই শেয়ার বাজারে নামতে চলেছে। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (AGM)…

Reliance Jio IPO

নয়াদিল্লি: ভারতের টেলিকম ও ডিজিটাল দুনিয়ার জায়ান্ট রিলায়েন্স জিও আগামী ২০২৬ সালের প্রথমার্ধেই শেয়ার বাজারে নামতে চলেছে। শুক্রবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (AGM) এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি।

IPO-র প্রস্তুতি

আম্বানির কথায়, “আজ আমার গর্বের সঙ্গে জানাতে হচ্ছে, জিও IPO-র প্রস্তুতি নিচ্ছে। সব অনুমোদন সাপেক্ষে ২০২৬-এর প্রথম ছয় মাসের মধ্যেই জিও-কে তালিকাভুক্ত করা হবে। আমি নিশ্চিত, জিও বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলির মতোই বিনিয়োগকারীদের জন্য এক বিরাট সুযোগ তৈরি করবে।”

   

সভায় তিনি আরও জানান, শুধু দেশেই নয়, এবার বিদেশেও নিজেদের ব্যবসা সম্প্রসারণ করবে জিও। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি উন্নয়নে নিজেদের মডেল তৈরি করছে সংস্থা।

জিও-র দশকপূর্তি ও ৫০ কোটির মাইলফলক Reliance Jio IPO

আগামী সপ্তাহেই দশম বর্ষে পা দেবে জিও। এই প্রেক্ষাপটে মুকেশ আম্বানি ঘোষণা করেন, “জিও পরিবার ইতিমধ্যেই ৫০ কোটি গ্রাহক অতিক্রম করেছে। জিও ভারতীয়দের কাছে বিনামূল্যে ভয়েস কল, সহজলভ্য ডেটা এবং ডিজিটাল সেবাকে অভ্যাসে পরিণত করেছে। আধার, ইউপিআই-এর মতো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভিত্তি স্থাপনেও জিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

তিনি দাবি করেন, জিও ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করেছে, যেখানে ইতিমধ্যেই শতাধিক ইউনিকর্ন প্রতিষ্ঠিত হয়েছে।

ভবিষ্যৎ লক্ষ্য ও নতুন প্রজেক্ট

আগামী দিনে পাঁচটি অগ্রাধিকার ঠিক করেছে জিও—

  • প্রতিটি ভারতীয়কে মোবাইল ও হোম ব্রডব্যান্ড পরিষেবার আওতায় আনা
  • ঘরে ঘরে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া
  • ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি
  • “AI Everywhere for Everyone” উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া

আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ

সভায় নতুন কয়েকটি পণ্যও ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে—

Advertisements

Jio Smart Home, JioTV+, Jio TV OS: সর্বাধুনিক ডিজিটাল হোম সলিউশন

JioPC: টিভি বা যেকোনও স্ক্রিনকে এআই-সক্ষম কম্পিউটারে রূপান্তরিত করবে

JioFrames: বহু-ভাষার এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সমৃদ্ধ অত্যাধুনিক ওয়্যারেবল ডিভাইস

আম্বানি পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দিনে জিও শুধু ভারতের নয়, বিশ্বের ডিজিটাল বিপ্লবের অন্যতম পথপ্রদর্শক হতে চলেছে।

Business: Mukesh Ambani announced at the Reliance AGM that Jio will have its IPO in the first half of 2026. The telecom giant, which recently crossed 500 million subscribers, plans to expand globally, focus on AI, and launch new products like Jio Smart Home and JioPC.