মাছচাষে বিপ্লব আনতে কেন্দ্রীয় সরকারের নতুন অনুদান, কারা পাবেন সুবিধা? জানুন বিস্তারিত

PMMSY Scheme Grant Subsidy

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে বিভিন্ন সময়ে নানান প্রকল্প শুরু করে কেন্দ্রীয় সরকার। কৃষক, গ্রামীণ জনগোষ্ঠী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আত্মনির্ভর করে তোলাই এসব প্রকল্পের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই ২০২০ সালে আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় চালু হয় প্রধানমন্ত্রী মাছ্য সম্পদা যোজনা (PMMSY)। মৎস্য শিল্প, কৃষি-সহায়ক কার্যক্রম এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে।

Advertisements

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীর তালিকা অত্যন্ত বিস্তৃত। শুধু কৃষকরাই নন, যাঁরা মাছ চাষ বা মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরাও এই যোজনার আওতায় পড়েন। অনেক সময় দেখা যায়, কৃষক বা মাছচাষিরা উৎপাদন খরচের তুলনায় যথেষ্ট মুনাফা পান না। তাঁদের এই সমস্যার সমাধান করতেই বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

   

প্রকল্পের সুবিধা নিতে পারবেন—
প্রথাগত জেলে ও মাছচাষিরা,
মৎস্য শ্রমিক ও মাছ বিক্রেতারা,
ফিশারিজ কর্পোরেশনের সদস্যরা,
ফিশারিজ কো-অপারেটিভ সোসাইটি,
মৎস্য শিল্পে যুক্ত বেসরকারি প্রতিষ্ঠান
সরকারের মূল লক্ষ্য হল মাছচাষ শিল্পকে আরও শক্তিশালী করা, উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের পথ তৈরি করা।

কত টাকা দেওয়া হবে অনুদান হিসেবে? PMMSY Scheme Grant Subsidy

প্রধানমন্ত্রী মাছ্য সম্পদা যোজনার অধীনে ব্যাবসার প্রকল্প খরচ অনুযায়ী অনুদান দেওয়া হয়। সাধারণ শ্রেণির আবেদনকারীরা প্রকল্প খরচের ৪০ শতাংশ পর্যন্ত আর্থিক সহায়তা পান। কিন্তু মহিলা, তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) শ্রেণির আবেদনকারীরা পাবেন আরও বেশি সুবিধা—তাঁদের ক্ষেত্রে অনুদানের পরিমাণ ৬০ শতাংশ পর্যন্ত। এই আর্থিক সহায়তা মৎস্য শিল্পে বিনিয়োগ বাড়িয়ে আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisements

কীভাবে করবেন আবেদন?

যাঁরা এই যোজনার সুবিধা নিতে চান, তাঁদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে সরকারি পোর্টাল pmmsy.dof.gov.in-এ। আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য, ব্যবসার বিবরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। পাশাপাশি, একটি বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরি করতে হবে, যা অনুমোদনের পরই অনুদানের টাকা প্রদান করা হবে।

শেষ কথা:

মৎস্য শিল্পে আরও কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনের মানোন্নয়নের মাধ্যমে ভারতের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করাই এই যোজনার মূল লক্ষ্য। কেন্দ্রের আশা, PMMSY দেশের মৎস্য ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে এবং হাজার হাজার পরিবারের আয় বাড়াতে সাহায্য করবে।

Business: PMMSY offers up to 60% subsidy for fishermen, fish farmers, and SC/ST/Women entrepreneurs to boost India’s fisheries sector and create rural employment.