প্রতিশ্রুতিপূরণ! মঙ্গলবার দেশের ৯ কোটি কৃষককে ২০০০০ কোটি টাকা দিচ্ছেন মোদী

   অপেক্ষার অবসান (Narendra Modi)! পিএম কিষাণের ১৭-তম কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ প্রকাশ্যে এল। আগামী কাল, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বারাণসী থেকে দেশের…

pm-narendra-modi-will-release-the-17th-instalment-of-the-pm-kishan-scheme-on-18-june-2024
  

অপেক্ষার অবসান (Narendra Modi)! পিএম কিষাণের ১৭-তম কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ প্রকাশ্যে এল। আগামী কাল, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বারাণসী থেকে দেশের ৯ কোটি ২৬ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মাননিধির টাকা পাঠাবেন। এজন্য মোট ২০০০০ কোটি টাকা খরচ হবে।

২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি ১৬-তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। আগামী কাল ১৭-তম কিস্তির টাকা পাঠানোর পাশাপাশি প্যারা এক্সটেনশন কর্মী হিসাবে কাজ করার জন্য কৃষি সখী হিসাবে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০০০০টিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে শংসাপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

   

শপথ নিয়েই পিএম কিষাণের ফাইলে সাক্ষর

প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই পিএম কিষাণের ফাইলে সই করেন নরেন্দ্র মোদী। ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের সরকার কৃষকদের কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর করলাম। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।

শেষ পর্যন্ত প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, চমকের চেষ্টায় পদ্ম শিবির

কৃষকদের বার্ষিক ৬০০০ টাকার আর্থিক সুবিধা

দেশের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ২৪ ফেব্রুয়ারি, ২০১৯-এ শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা করে দেয়। এই টাকা অবশ্য একেবারে দেওয়া হয় না। তিনটি ধাপে ২০০০ টাকা করে দেওয়া হয়।

পিএম কিষাণের পরবর্তী কিস্তি পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক

আপনি যদি পিএম কিষাণ যোজনার একজন সুবিধাভোগী হন এবং পরবর্তী কিস্তি পেতে চান, তাহলে আপনার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। অতএব, আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি এখনও না করে থাকেন, তবে দেরি না করে আজই এটি করে ফেলুন। আপনি যদি এটি না করেন তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার ১৭-তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন।

রাজ্যের ৮ জেলায় বাড়ল পেট্রোলের দাম, জানুন আজকের রেট

পিএম কিষাণ প্রকল্পের ই-কেওয়াইসি কীভাবে করবেন

প্রথমে পিএম কিষাণ প্রকল্পের পোর্টালে যেতে হবে (https://pmkisan.gov.in/)। পোর্টাল খোলার পর ডানদিকের ফার্মার্স অপশনটির ‘বেনিফিসিয়ারি’ তালিকায় ক্লিক করতে হবে। সেখানে যাবতীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে। কিছু নথিও চাওয়া হবে। সেগুলি আপলোড করতে হবে। সবশেষে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে OTP আসবে। সেটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।