PM Kisan Update: টাকা আটকে যাওয়ার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ নিয়ম

PM-Kisan Yojana 2025: Are Real Farmers Getting Enough Support?
PM-Kisan Yojana 2025: Are Real Farmers Getting Enough Support?

কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) চালু করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পান। এই টাকা তিনটি কিস্তিতে, অর্থাৎ প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

সম্প্রতি কৃষকরা ২১তম কিস্তি পেয়েছেন, যা নভেম্বর মাসে জমা হয়েছে। এখন সারা দেশের লক্ষ লক্ষ কৃষক ২২তম কিস্তির অপেক্ষায় রয়েছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও বহু কৃষক ২১তম কিস্তির টাকা পাননি। এর প্রধান কারণ হল e-KYC সম্পন্ন না করা।

   

কেন e-KYC বাধ্যতামূলক?

সরকার PM Kisan প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার জন্য e-KYC বাধ্যতামূলক করেছে। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে প্রকল্পের টাকা শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই পৌঁছচ্ছে। অতীতে কিছু ক্ষেত্রে ভুয়ো সুবিধাভোগীর নাম উঠে আসায় সরকার আধার সংযুক্তিকরণ ও e-KYC প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে। যারা এখনও e-KYC করেননি, তারা আগামী ২২তম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন।

অনলাইনে কীভাবে e-KYC করবেন?

যদি আপনি ঘরে বসেই e-KYC করতে চান, তাহলে প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যান।
এরপর হোমপেজে থাকা ‘Farmer Corner’ অপশনে ক্লিক করে e-KYC নির্বাচন করুন।
নতুন পেজে আপনার আধার নম্বর লিখে সার্চ করুন।
আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে।
OTP প্রবেশ করানোর পর আপনার পরিচয় যাচাই সম্পন্ন হবে।
সফলভাবে e-KYC শেষ হলে প্রায় ২৪ ঘণ্টার মধ্যে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে।

মোবাইল অ্যাপের মাধ্যমে e-KYC করার পদ্ধতি:

সরকার কৃষকদের সুবিধার জন্য PM Kisan Mobile App চালু করেছে। এই অ্যাপটি আপনি সহজেই Google Play Store থেকে ডাউনলোড করতে পারবেন।
অ্যাপটি খুলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
এরপর ‘Beneficiary Status’ অপশনে গিয়ে আধার নম্বর দিয়ে সার্চ করুন।
OTP-এর মাধ্যমে যাচাই সম্পন্ন করলে আপনার e-KYC সফলভাবে সম্পন্ন হবে।

কেন এখনই e-KYC করা জরুরি?

যেসব কৃষক এখনও e-KYC করেননি, তাদের জন্য এটি শেষ সুযোগ হতে পারে। কারণ e-KYC সম্পন্ন না হলে ২২তম কিস্তির ২,০০০ টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই আর দেরি না করে আজই e-KYC সম্পন্ন করে নিন এবং সরকারের এই গুরুত্বপূর্ণ কৃষক সহায়তা প্রকল্পের সুবিধা নিশ্চিত করুন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন