২০২৬ সালের শুরুতেই দেশের কোটি কোটি কৃষকের মুখে ফের হাসি ফুটতে চলেছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় ইতিমধ্যেই ২১টি কিস্তির টাকা সফলভাবে পেয়েছেন উপভোক্তা কৃষকরা। এবার সকলের নজর ২২তম কিস্তির দিকে। কেন্দ্র সরকারের এই অন্যতম জনপ্রিয় প্রকল্পটি ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
PM-KISAN যোজনার অধীনে যোগ্য কৃষকদের:
বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT-এর মাধ্যমে) তিনটি সমান কিস্তিতে ২,০০০ টাকা করে পাঠানো হয়। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি এই প্রকল্প চালু হওয়ার পর থেকে প্রায় ৯ কোটি কৃষক এর সুবিধা পেয়েছেন।
এখনও পর্যন্ত ২১টি কিস্তির মাধ্যমে প্রায় ১৮,০০০ কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। সর্বশেষ ২১তম কিস্তি দেওয়া হয়েছিল ২০২৫ সালের ১৯ নভেম্বর। সাধারণত প্রতি চার মাস অন্তর একটি করে কিস্তি দেওয়া হয়। সেই হিসেবে ২২তম কিস্তি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আসার সম্ভাবনাই বেশি, যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তারিখ ঘোষণা করেনি।
২২তম কিস্তি পেতে e-KYC বাধ্যতামূলক: PM Kisan 22nd installment date
যেসব কৃষক ২২তম কিস্তির ২,০০০ টাকা সময়মতো পেতে চান, তাঁদের জন্য e-KYC সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেসব উপভোক্তার e-KYC অসম্পূর্ণ থাকবে, তাঁদের কিস্তির টাকা আটকে যেতে পারে। এটি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত কৃষকদের কাছেই টাকা পৌঁছনোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
কৃষকরা বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে PM-KISAN পোর্টালে গিয়ে আধার OTP ব্যবহার করে e-KYC সম্পন্ন করতে পারেন। এছাড়াও নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার (CSC)-এ গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতেও এই কাজ করা সম্ভব।
আধার-ব্যাঙ্ক লিঙ্ক ও DBT সক্রিয় করা জরুরি:
শুধু নাম তালিকায় থাকলেই হবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকাও আবশ্যক।
বর্তমানে সরকার আধার-লিঙ্কড অ্যাকাউন্টেই টাকা পাঠাচ্ছে। তাই কৃষকদের ব্যাঙ্কে গিয়ে নিশ্চিত করতে হবে যে তাঁদের অ্যাকাউন্টে DBT সক্রিয় আছে এবং NPCI ম্যাপিং ঠিকঠাক হয়েছে। আধার সিডিং-এ কোনও সমস্যা থাকলে দ্রুত তা ঠিক না করলে ২২তম কিস্তি বিলম্বিত হতে পারে।
বাজেট ২০২৬ ঘিরে কৃষকদের প্রত্যাশা:
নতুন বছরে কৃষকরা শুধু PM-KISAN-এর ২২তম কিস্তির দিকেই তাকিয়ে নেই, বরং আসন্ন বাজেট ২০২৬ নিয়েও আশাবাদী। অনেকেরই আশা, সরকার বার্ষিক ৬,০০০ টাকার পরিমাণ বাড়াতে পারে অথবা কৃষিযন্ত্র, সার ও বীজের ক্ষেত্রে নতুন সুবিধাজনক প্রকল্প ঘোষণা করতে পারে। এতে দেশের কৃষিখাত আরও শক্তিশালী হবে বলেই মত বিশেষজ্ঞদের।
Business: PM-KISAN 22nd installment of ₹2,000 is expected in February 2026 for eligible farmers. Ensure your e-KYC and Aadhaar-bank seeding are complete to receive the benefits. Check the status online and stay updated on possible budget 2026 hikes.
