Tuesday, October 14, 2025
HomeBharatমোদীর সিদ্ধান্তে ১০০ টাকা কেজি পেঁয়াজ! ক্ষোভে ফুঁসছে সীতার জন্মভূমি

মোদীর সিদ্ধান্তে ১০০ টাকা কেজি পেঁয়াজ! ক্ষোভে ফুঁসছে সীতার জন্মভূমি

দেশে মূল্যস্ফীতির কারণে হৈচৈ চলছে। খাওয়া-দাওয়ার বেশির ভাগ জিনিসই দামি হয়ে গেছে। টমেটোর পর এখন পেঁয়াজের দামও বেড়েছে। পেঁয়াজের বাড়তে থাকা দাম ঠেকাতে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে সরকারের এই সিদ্ধান্তের কারণে দাম কিছুটা কমেছে। কিন্তু পেঁয়াজের বাড়তে থাকা দাম ভারতের প্রতিবেশী দেশ নেপালে বড় প্রভাব ফেলেছে।

Advertisements

বলা হচ্ছে, ৪০ শতাংশ আমদানি শুল্ক আরোপের কারণে নেপালে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছে। এই কারণে দামের ব্যাপক বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। নেপালি সংবাদপত্র কাঠমান্ডু পোস্টের মতে, ভারত পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের কারণে নেপালে মূল্যস্ফীতি বেড়েছে। নেপালের সবচেয়ে বড় বাজার কালিমাটি ফল ও সবজির বাজারে পেঁয়াজের সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছে।

Advertisements

রবিবার থেকে বাজারে পেঁয়াজের কোনও চালান আসেনি। ভবিষ্যতে এভাবে চলতে থাকলে সোমবারের মধ্যেই পেঁয়াজের মজুদ খালি হয়ে যাবে। এমন পরিস্থিতিতে নেপালে পেঁয়াজের দাম সপ্তম আকাশ ছুঁতে পারে, যার জেরে মূল্যস্ফীতি অনিয়ন্ত্রিত হওয়ার আশঙ্কা বেড়েছে।

কালিমাটি ফল ও সবজি বাজারের তথ্য কর্মকর্তা বিনয় শ্রেষ্ঠ বলেন, ভারতে পেঁয়াজের ওপর ৪০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ফলে নেপালে পেঁয়াজের আগমনে প্রভাব পড়েছে। আগামীতেও এ অবস্থা চলতে থাকলে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বাড়তে পারে। নেপালে পেঁয়াজের ঘাটতি অনুমান করা যায় যে দুই সপ্তাহ আগে পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৫০ টাকায়। কিন্তু এখন কাঠমান্ডুতে এক কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০০ টাকা। বিশেষ ব্যাপার হলো পাইকারি বাজারেই প্রতি কেজি পেঁয়াজের দাম ৭৮ টাকা। এভাবে পেঁয়াজের আগমন ব্যাহত হলে দাম আরও বাড়তে পারে।

পেঁয়াজ এখন ৩৫ থেকে ৪০ টাকা কেজি পাচ্ছে

সেই সঙ্গে ভারতে টমেটোর মতো পেঁয়াজও সেপ্টেম্বর থেকে দামি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক কেজি পেঁয়াজের দাম পড়বে ৬০ থেকে ৭০ টাকা। এই কারণেই কেন্দ্রীয় সরকার আগে থেকেই সতর্ক হয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পেঁয়াজের উপর ৪০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে। এর পাশাপাশি সমবায়ের দোকানে পঁচিশ টাকা কেজি দরে পেঁয়াজও বিক্রি হচ্ছে।

প্রতিবেশী দেশ নেপালে পেঁয়াজের ঘাটতি রয়েছে

উল্লেখ্য, জুনের শেষ সপ্তাহ থেকে দেশে টমেটোর দাম বেড়েছে। টমেটো, যা প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যেত, জুলাই মাসে তা ২৫০ থেকে ৩৫০ টাকা কেজিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ভারতকে সাহায্য করেছে নেপাল। নেপাল সস্তায় ভারতে টমেটো রফতানির আশ্বাস দেয়। কিন্তু ভারত সরকার আমদানি শুল্ক আরোপের কারণে প্রতিবেশী দেশ নেপালে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছে।

এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ