গাড়ি বাজারে ‘কমলা বিপ্লব’, ধোঁয়া দূষণ নয় কার্বন শুষবে Zem

যানবাহনের কালো ধোঁয়ায় আর পরিবেশ দূষণ নয়। এবার পথ চলতে চলতেই বাতাস পরিষ্কার করবে গাড়ি। এমনই এক ধরনের গাড়ি বানিয়ে চমকে দিয়েছেন নেদারল্যান্ডের একদল শিক্ষার্থী।…

Eco-friendly car named Zem

যানবাহনের কালো ধোঁয়ায় আর পরিবেশ দূষণ নয়। এবার পথ চলতে চলতেই বাতাস পরিষ্কার করবে গাড়ি। এমনই এক ধরনের গাড়ি বানিয়ে চমকে দিয়েছেন নেদারল্যান্ডের একদল শিক্ষার্থী। গাড়িটির নাম দেওয়া হয়েছে জেম। এই গাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো ইঞ্জিন। এর ইঞ্জিনে এমন এক ধরনের ফিল্টার লাগানো হয়েছে যা কার্বন-ডাই-অক্সাইডের কালো ধোয়া শুষে নেবে।

তুই আসনের এই গাড়িটি চলে ক্লিনন্ট্রন লিথিয়াম আয়ন ব্যাটারীতে। আর গাড়ির সিংহভাগ যন্ত্রাংশ তৈরি করা হয়েছে থ্রিডি প্রিন্টারে রিসাইকেল বা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক দিয়ে। গাড়িটির উৎপাদন থেকে জীবন দশা শুরুর আগে পর্যন্ত যতটা কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ হওয়ার কথা তার চেয়ে বেশি শুষে নেবে।

এমনটাই জানিয়েছেন, আইন্ড হফেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীরা। প্রায় ৩৫ জন ছাত্র 10 মাস কাজ করার পর এই যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়িটি তৈরি করে। এটি এক বছরে কুড়ি হাজার মাইল পথ পাড়ি দিতে এবং বাতাস থেকে ২ কিলোগ্রাম কার্বন-ডাই-অক্সাইড শুষে নিতে সক্ষম হবে।

এর জন্য ব্যবহার করা হয়েছে একটি ফিল্টার। ফিল্টার ভর্তি হওয়ার আগে গাড়িটি চালানো যায় ৩২০ কিলোমিটার পর্যন্ত। চার্জ দেওয়ার জন্য রয়েছে বিশেষ সুবিধা, গাড়িটির মাথার উপরে বসানো হয়েছে সোলার প্যানেল। তার সঙ্গে চার্জিং প্রযুক্তির সহযোগ ঘটিয়েছে ছাত্র-ছাত্রীরা। এই গাড়িটি দেখতে অনেকটা বিখ্যাত ব্র্যান্ডের তৈরি স্পোর্টস কারের মত।