মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) উপর বিশেষ আকর্ষণ দেখায় বিনিয়োগকারীরা। বেশ কিছু ফান্ড আছে যেগুলি বাজারে বিশেষ জায়গা করে নিয়েছে। সেই সকল ফান্ডে বিনিয়গের আগ্রহ প্রকাশ করে বিনিয়োগকারীরা। ফলে, পছন্দের মিউচুয়াল ফান্ডগুলি থেকে ইনভেস্ট করার মাধ্যমে মোটা অঙ্কের রিটার্ন পেতে সক্ষম ইনভেস্টররা। হু হু করে বাড়ছে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগকারী ব্যক্তিদের সংখ্যাও।
সম্প্রতি কোটাক মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) পক্ষ থেকে একটি নতুন মিউচুয়াল ফান্ড (Mutual Fund) লঞ্চ করা হয়েছে। এই নতুন ফান্ডটির নাম করা হয়েছে Kotak BSE PSU Index ফান্ড । এটি একটি ওপেন এন্ডেড স্কিম। কোটাক মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) পক্ষ থেকে লঞ্চ করা এই নতুন ফান্ডটি বিএসই পিএসইউ ইন্ডেক্স বিশেষ রিটার্ন দিতে চলেছে।
আলু ৪০, পেঁয়াজ ৪৫, বেগুন ১৩০ – জেনে নিন আজকের বাজারদর
ইতিমধ্যেই কোটাক বিএসই পিএসইউ ইন্ডেক্স ফান্ডটির (Mutual Fund) নিউ ফান্ড অফারটি বিনিয়োগকারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিনিয়োগ করার ক্ষেত্রে এই নিউ ফান্ড অফারটির সুবিধা অনেক বেশি। জানা যায় এই ফান্ডটি পরিচালনা করার দায়িত্ব থাকতে চলেছে দেবেন্দ্র সিংহল, সতীশ দোন্ডাপতি এবং অভিষেক বিসেন। কোটাক বিএসই পিএসইউ ইন্ডেক্স ফান্ডটিতে SIP এ সব থেকে নুন্যতম ১০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।