কলকাতায় পেট্রলের দাম আকাশ ছুঁয়েছে, বাকি শহরে কত

petrol diesel price

অনেকেই পেট্রল ডিজেলের (Petrol And Diesel) মূল্যের খোঁজখবর রাখেন। দৈনন্দিন জীবনের সঙ্গে তাল মিলিয়ে অনেকেরই কৌতূহল পেট্রল ডিজেলের দামে। তবে এ কথা জেনে রাখা জরুরি যে, জ্বালানির দাম যে কোনও দিন বাড়তে বা কমতে পারে। কলকাতায় এখন পেট্রলের মূল্য ১০০ পেরিয়ে গিয়েছে। অনেকে মনে করছেন লোকসভা নির্বাচনের আগে পেট্রলের দাম সামান্য কমাতে পারে কেন্দ্রীয় সরকার।

Advertisements

দেশের চার মহানগরে আজ পেট্রলের মূল্য কত জেনে নিন। কলকাতায় লিটার প্রতি পেট্রলের ১০৬. টাকা ০৩ পয়সা। সাধারণ মানুষের মতে পেট্রলের মূল্য এই মুহূর্তে আকাশ ছোঁয়া। কিছুদিন আগেই ধারাবাহিক ভাবে পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছিল। আর এতেই সাধারণ মানুষের মাথায় বাজ পড়েছে। কলকাতায় ডিজেলের বর্তমান মূল্য ৯২ টাকা ৭৬ পয়সা।

বিভিন্ন শহরে পরিবহনের খরচ, স্থানীয় কর ইত্যাদির কারণে পেট্রল ডিজেলের মূল্য আলাদা আলাদা হয়। রাজধানী দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রলের মূল্য ৯৬ টাকা ৭২ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের মূল্য ৮৯ টাকা ৬২ পয়সা। রোজ ভোর ৬টায় পেট্রল ডিজেলের মূল্য প্রকাশ রতে ভারতের সরকারি তেল সংস্থাগুলি।

Advertisements

বাণিজ্য নগরী মুম্বইতে ৩ মার্চ শনিবার লিটার প্রতি পেট্রলের মূল্য ১০৬ টাকা এবং লিটার প্রতি ডিজেলের মূল্য ৯৪ টাকা ২৭ পয়সা। অন্যদিকে চেন্নাইয়ের আজ লিটার প্রতি পেট্রলের দাম ১০২ টাকা ৬৩ পয়সা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৪ টাকা ২৪ পয়সা।