Jio-র নতুন অফারে আনলিমিটেড কলিং সহ ফ্রি ডেটা, সঙ্গে ফুড ডেলিভারিও

আপনি যদি জিও-র সিম ব্যবহার করেন এবং আপনার রিচার্জ প্ল্যান শেষ হয়ে যায়, তাহলে কোম্পানি আপনার জন্য নিয়ে এসেছে দারুণ প্ল্যান। প্রসঙ্গত, রিলায়েন্স জিও একটি…

আপনি যদি জিও-র সিম ব্যবহার করেন এবং আপনার রিচার্জ প্ল্যান শেষ হয়ে যায়, তাহলে কোম্পানি আপনার জন্য নিয়ে এসেছে দারুণ প্ল্যান। প্রসঙ্গত, রিলায়েন্স জিও একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে, যার দাম ৮৬৬ টাকা। এই প্ল্যানের মাধ্যমে আপনি রিচার্জ সুবিধার পাশাপাশি সুইগি ওয়ান লাইট সাবস্ক্রিপশন বিনামূল্যে পাচ্ছেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।

৮৬৬ টাকার প্ল্যানে বিশেষ কী আছে?

   

এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের সঙ্গে জিও ওয়েলকাম অফারে প্রতিদিন ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটা, আনলিমিটেড লোকাল ভয়েস কলিং এবং এসএমএস সুবিধা দেওয়া হচ্ছে। এগুলি মোট 84 দিনের জন্য ব্যবহার করা যেতে পারে। এই প্ল্যানের সঙ্গে, সুইগি ওয়ান লাইট সাবস্ক্রিপশন প্ল্যানটি তিন মাসের জন্য কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই পাওয়া যাবে।

সুইগি ওয়ান লাইট সাবস্ক্রিপশন

Advertisements

ইউজাররা এই প্ল্যানের মাধ্যমে সুইগির কমপ্লিমেন্টারি ফুড ডেলিভারি পরিষেবার সুবিধা নিতে পারবেন। পাশাপাশি ফ্রি ইন্সটামার্ট ডেলিভারি ও ফুড অর্ডারে অতিরিক্ত ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। জিও-র দাবি, তিন মাসের জন্য উপলব্ধ এই সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য প্রায় ৬০০ টাকার সমান, যা গ্রাহকরা বিনামূল্যে নিতে পারবেন।

-এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা ১৪৯ টাকার বেশি দামের ১০টি ফুড অর্ডারে বিনামূল্যে হোম ডেলিভারি পাবেন।
-সুইগি ইন্সটামার্ট ১৯৯ টাকার উপরে ১০টি অর্ডারে বিনামূল্যে ডেলিভারি পাবে।
-এছাড়া খাবার অর্ডারে ৩০ শতাংশ অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে।
-জিনি ডেলিভারি সার্ভিস ব্যবহারে ১০% ডিসকাউন্ট পাবেন

জিও জানিয়েছে, ৮৬৬ টাকার রিচার্জ প্ল্যান বেছে নেওয়া গ্রাহকরা মাইজিও অ্যাকাউন্টে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও ডিজনি প্লাস হটস্টার সনিলিভ, জিফাইভ, অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।