চলতি সপ্তাহে দুর্দান্ত রিটার্ন আনতে চলেছে তথ্যপ্রযুক্তি খাত

share market

সকাল হলেই বিনিয়োগকারীদের চোখ যায় শেয়ার বাজারের দিকে। তাই সেই সকল বিনিয়োগকারীদের কথা মাথায় রেখেই চলতি সপ্তাহে কোন খাত থেকে দুর্দান্ত রিটার্ন পাওয়া যেত পারে তারই ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞরা। তাদের মতে চলতি সপ্তাহে তথ্যপ্রযুক্তি খাত এনে দিতে পারে দুর্দান্ত রিটার্ন। তবে গত জুন মাসের শেষ সপ্তাহে শেয়ার বাজারে পতন দেখাগিয়েছিল। সেই কারণে অনেকেই আশঙ্কা করছিলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহে শেয়ার বাজারে অস্থিরতা লক্ষ্যণীয় হতে পারে।

Advertisements

তবে, সেই আশঙ্কা ইতিমধ্যেই কেটে গিয়েছে। কারণ, জুলাই মাসের প্রথম দিনেই পুনরায় নতুন সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছে স্টক মার্কেটের প্রধান সূচকগুলি। সোমবারের ট্রেডিং সেশন শেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২৪,১০০ স্তরের উপরে অবস্থান করছে। অন্যদিকে সেনসেক্সের ক্ষেত্রেও ৪০০  পয়েন্টের বেশি বৃদ্ধি দেখা গিয়েছে। ফলে শেয়ার বাজারে এখনও বিনিয়োগকারীদের মধ্যে ক্রয়ের প্রবণতা লক্ষ্যণীয় হচ্ছে।

   

গত সপ্তাহে রিলায়েন্সের মত লার্জক্যাপ সংস্থাগুলিকে দুর্দান্ত পারফর্ম করতে দেখেছি। লার্জক্যাপ স্টকগুলি বাজারের বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এই বিষয়টি মার্কেটের সার্বিক গতিবিধির জন্য খুব ই ইতিবাচক। এই সপ্তাহে আইটি স্পেসে দুর্দান্ত গতিবিধি লক্ষ্যণীয় হচ্ছে। এই খাতে একাধিক স্টক ভালো পারফর্ম করছে।

তবে চলতি সপ্তাহে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ রিটার্ন আনতে চলেছে তথ্যপ্রযুক্তি খাত। তার মধ্যে প্রথম স্টকটি হচ্ছে টিসিএস ও দ্বিতীয় স্টকটি হল এমফ্যাসিস। এই দুই স্টকে ৩৯৭৫ ও ২৫৩০ টাকায় ক্রয় করা যাবে। এখানে স্টপ লস থাকবে ৩৮৭৫ টাকা ও ২৪০০ টাকা। এই দুই স্টকের টার্গেট রাখতে হবে ৪০৭৫ ও ২৭০০ টাকা। এই দুই স্টক বিশেষ শক্তিশালী বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements