Amazon-এ জলের দরে বিকোচ্ছে iPhone, MacBook, Apple Watch

প্রাইম সদস্যদের (Prime members)জন্য শুরু হয়ে গেল Amazon Prime Day Sale 2023। এই সেল শুরু হয়েছে গতকাল ১৫ জুলাই এবং চলবে আজ পর্যন্ত, ১৬ জুলাই।…

iphone 14

প্রাইম সদস্যদের (Prime members)জন্য শুরু হয়ে গেল Amazon Prime Day Sale 2023। এই সেল শুরু হয়েছে গতকাল ১৫ জুলাই এবং চলবে আজ পর্যন্ত, ১৬ জুলাই। এই বছরের আমাজন সেলে প্রচুর জিনিসের উপর পাওয়া যাচ্ছে প্রচুর ডিস্কাউন্ট। হুহু করে বিক্রি হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট। জলের দরে বিকোচ্ছে একাধিক জিনিস।

অনেক জিনিসের উপর আমাজন দিচ্ছে এক্সচেঞ্জ অফার। এছাড়ও বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন প্রচুর ডিস্কাউন্ট। এছাড়াও থাকছে ক্যাশব্যাকের মতন সুবিধা। কিছু কিছু প্রোডাক্টে থাকছে নো-কস্ট ইএমআই। তবে আপনি যদি অ্যাপেলের প্রোডাক্ট কেনার কথা ভাবেন তবে এখনই বোধয় সুবর্ণ সুযোগ। নতুন iPhone, MacBook বা iPad যদি কিনতে চান, তাহলে দেখে নিন কী কী আছে Amazon Prime Day Sale-এর অফারে।

   

iPhone 14সেপ্টেম্বর ২০২২ এ লঞ্চ করা হয়। অনেকগুলো রঙে পাওয়া যায় এই ফোন – Blue, Midnight, Purple, (Product) RED, Starlight, এবং Yellow। ১২৮ জিবি-র এও ফোনের দাম ৭৯,৯৯০ টাকা। তবে Amazon Prime Day Sale-এ পাওয়া যাচ্ছে মাত্র ৬৫,৯৯৯ টাকায়।

MacBook Air 2020 ল্যাপটপে রয়েছে 13.3-inch এলইডি আইপিএস ডিসপ্লে। MacBook পাওয়া যায় Gold, Silver, and Space Grey তিনটি রঙে। লঞ্চের সময় দাম ছিল ৯২,৯০০ টাকা। এখন আমাজনে পাওয়া যাচ্ছে ৮১,৯৯০ টাকায়। ইএমআই এ নিলে শুরু হবে ৩৯১৭ টাকায়।

Apple Watch Series 8 ঘড়ি লঞ্চ করা হয় সেপ্টেম্বর ২০২২ সামে। দাম ছিল ৪৫,৯০০ টাকার। তবে Amazon Prime Day Sale-এ পাওয়া যাচ্ছে মাত্র ৩২,৯৯০ টাকায়।