সিমেন্ট সেক্টরে বিনিয়োগ আপনাকে এনেদেবে বিশেষ রিটার্ন, জানালেন বিশেষজ্ঞমহল

সদ্য শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সেই কারনেই স্টক মার্কেটের প্রধান সূচকগুলি উচ্চতায় চরম শিখরে পৌঁচেছে। সেই রখমই অপরদিকে আবার সেনসেক্সের…

Cement 1

সদ্য শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সেই কারনেই স্টক মার্কেটের প্রধান সূচকগুলি উচ্চতায় চরম শিখরে পৌঁচেছে। সেই রখমই অপরদিকে আবার সেনসেক্সের ক্ষেত্রেও বৃদ্ধি চোখে পড়েছে। ফলে বিনিয়োগেকারীদের মধ্যে উচ্চাসার পাশাপাশি ক্রয়ের প্রবল ইচ্ছা দেখা গেছে। বিভিন্ন বিনিয়োগকারীরা আবার তাদের পছন্দসই স্টক ক্রয় করার সুযোগ খুঁজছেন। যাতে তারা ভবিষ্যতে লাভবান হতে পারে।

তবে বিশেষজ্ঞদের মতে প্রতি মুহূর্তে যেহেতু বাজারে বিভিন্ন খাতের বৃদ্ধি উচ্চস্তরে পৌঁচাচ্ছে আবার কখনও নিম্ন স্তরে নামছে তাই তারা বলেছেন এই মুহূর্তে বাজারে বিনিয়োগকারীদের জন্য মুনাফা পাওয়ার সেরা বিকল্প হয়ে উঠতে পারে সিমেন্ট খাত। কারন এই খাতে তারা লাভবান হতে পারবেন।

   

এছাড়া তারা বলেন এই খাতটি বর্তমানে বাজারে বেশ ভালো জায়গায় রয়েছে। সিমেন্ট ইন্ডাস্ট্রির পণ্যের জন্য বর্তমানে বিপুল চাহিদা লক্ষ্য করা যাচ্ছে । কারন খাতটি বর্তমানে শক্তিশালী স্থান দখল করে রয়েছে। তাই সমস্ত ধরনের উন্নয়ন ও দেশে অত্যধিক নির্মাণকার্যের ফলে ভবিষ্যতে এর চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া সমগ্র বছরেই এর চাহিদা থাকে ভালো।

তবে,এর চাহিদার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রে আবার সমস্যাও লক্ষ্য করা যায়। এছাড়াও এই খাতের উন্নতি বৃদ্ধি করতে বেশ কিছু কোম্পানি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ব্যবসায়িক প্রতিযোগিতা তীব্র হওয়ার কারণে মূল্য যেভাবে বাড়ার কথা, সেইভাবে বাড়েনি। তাই এই কোম্পানিগুলির ক্ষেত্রে ১৫ শতাংশ চক্রবৃদ্ধি বার্ষিক সুদের হার এ আয় বৃদ্ধি দেখতে পাওয়া যেতে পারে। তাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।