ভারতীয় টাকায় বৈদেশিক বাণিজ্যে আগ্রহী বহু দেশ

নয়াদিল্লি: ভারতের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের মাধ্যম হিসেবে ভারতীয় টাকা ব্যবহারের আগ্রহী বহু দেশ। এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল । তিনি জানিয়েছেন, প্রতিবেশী বাংলাদেশ…

Delhi per capita income

নয়াদিল্লি: ভারতের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের মাধ্যম হিসেবে ভারতীয় টাকা ব্যবহারের আগ্রহী বহু দেশ। এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়াল । তিনি জানিয়েছেন, প্রতিবেশী বাংলাদেশ শ্রীলংকার পাশাপাশি উপসাগরীয় বেশ কিছু দেশ বাণিজ্যিক লেনদেনের জন্য টাকার ব্যবহারে আগ্রহী। মন্ত্রী দাবি করেছেন, অবিলম্বে ভারতীয় টাকায় বাণিজ্যিক লেনদেন করতে চেয়েছে শ্রীলংকা এবং বাংলাদেশ। অন্যদিকে উপসাগরীয় দেশগুলি টাকার ব্যবহার বিষয়টি আগ্রহের সঙ্গে খতিয়ে দেখছে। মন্ত্রী আসা প্রকাশ করেন, আগামী দিনে সিঙ্গাপুর, জাপান, ইন্দোনেশিয়ার মতো দেশগুলিও ভারতীয় টাকায় বাণিজ্য করতে আগ্রহী হবে।

পীযুষ গয়ালের মতে , নিজেদের মুদ্রায় বাণিজ্য করার সুবিধাটা অনেক বেশি তা দেশগুলি এখন অনুভব করছে । এই কারণেই স্থানীয় মুদ্রার সরাসরি লেনদেন বাড়ছে। তৃতীয় কোন মুদ্রায় রূপান্তর করার প্রয়োজন না হওয়ায় দু’দেশের লেনদেন খরচ কমতে পারে। প্রসঙ্গত ভারত প্রথম ভারতীয় টাকায় ইউএই-এর তেলের বিল মিটিয়ে ছিল। বহু দেশ এখন তাদের মুদ্রার সঙ্গে ভারতীয় টাকা সরাসরি লেনদেন চালু করতে চাইছে। তবে পীযুষ গয়াল জানিয়েছেন, এজন্য প্রক্রিয়া কার্যকর হতে কিছু দিন সময় লাগবে কারণ দু দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। তাছাড়া আমদানি কারক এবং রপ্তানি কারক উভয়ের মধ্যে এই ব্যবস্থা গ্রহণযোগ্য হতে হবে।

   

Advertisements

ভারতীয় টাকার এভাবে বাণিজ্যিক লেনদেন সুবিধাজনক হতে পারে কারণ বেশিরভাগ আন্তর্জাতিক মুদ্রার সাপেক্ষে ভারতীয় টাকা স্থিতিশীল। পাশাপাশি যে সমস্ত দেশের ডলারের টানাটানি রয়েছে তাদের কাছে এই পদ্ধতি আকর্ষণীয় হতে পারে। নেপাল এবং ভুটানের সঙ্গে টাকার বাণিজ্য শুরু করেছে ভারত। আবার শ্রীলংকার ডেজিগনেটেড ফরেন কারেন্সির তালিকায় অন্যদের সঙ্গে ভারতীয় টাকা স্থান পেয়েছে। এদিকে আন্তর্জাতিক লেনদেনে ভারতীয় টাকার ব্যবহারের সহায়তা করতে ফরেন ট্রেড পলিসি সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ২০২২ সালে রিজার্ভ ব্যাংক ভারতীয় ব্যাংকগুলোকে সহযোগী বাণিজ্যিক দেশগুলির ব্যাংকের জন্য বিশেষ রুপি ভস্ত্রো অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছিল।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News