Income Tax: আয়কর দপ্তর নোটিশ পাঠাবে

যেসব ব্যক্তিরা আয়ের উৎস মুখ কর বা টিডিএস কেটে নেওয়ার পরে আয়কর রিটার্ন দাখিল করেন নি তাদের শীঘ্রই আয়কর (Income Tax) দপ্তর নোটিশ পাঠাবে। কেন্দ্রীয়…

Income Tax Department

যেসব ব্যক্তিরা আয়ের উৎস মুখ কর বা টিডিএস কেটে নেওয়ার পরে আয়কর রিটার্ন দাখিল করেন নি তাদের শীঘ্রই আয়কর (Income Tax) দপ্তর নোটিশ পাঠাবে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান নীতিন গুপ্তা এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, টিডিএস কাটা হয়েছে অথচ রিটার্ন জমা করেননি এমন প্রায় দেড় কোটি করদাতা রয়েছেন। নীতিন জানিয়েছেন, যে সমস্ত করদাতা সম্পর্কে নিশ্চিত তথ্য আছে তাদের কাছে এই নোটিশ পাঠানো হচ্ছে। সেই সংখ্যাটাও বেশ কয়েক হাজার।

তাছাড়া আয়কর দপ্তর দেখেছে বিপুল পরিমাণ রিটার্ন জমা হয়েছে যেগুলিতে তথ্যগত অসঙ্গতি রয়েছে। এই বিষয়ে বিশদ ধারণা না থাকায় কোন করদাতা রিটার্ন ঠিকমতো জমা দিতে পারেননি সে ক্ষেত্রে তাদের তথ্য আপডেট করতে বলে নির্দেশ পাঠানো হচ্ছে। এর ফলে প্রায় ৫১ লক্ষ রিটার্ন আপডেট করা হয়েছে এবং তা থেকে আয়কর দপ্তরের ৪৬০০ কোটি টাকা আদায় হয়েছে ।

Advertisements

এদিকে করদাতাদের আরও উন্নত পরিষেবা প্রদান করার জন্য রিফান্ডের সময় কমিয়ে আনার দিকে নজর দেওয়া হয়েছে। তাছাড়া রিটার্ন আপডেট অথবা বিতর্ক কোনো কাজ থাকলে তা যাতে দ্রুত সমাধান করা যায় সেদিকেও লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন আয়কর রিটার্নের সঙ্গে যে সমস্ত অতিরিক্ত তথ্য যাওয়া হচ্ছে সেগুলি অধিকাংশই পাবলিক একাউন্টস কমিটির এবং নির্বাচন কমিশনের সুপারিশকে মান্যতা দেওয়ার জন্যই করা হচ্ছে।