GST Tax Cuts Medicines India
কলকাতা: ভারতের স্বাস্থ্যখাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামে বড় করছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জীবনরক্ষাকারী ৩৩টি ওষুধে ১২ শতাংশ থেকে কর নামিয়ে আনা হয়েছে শূন্যতে। একইসঙ্গে ৫ শতাংশ করযুক্ত তিনটি ওষুধকেও ট্যাক্সমুক্ত তালিকায় আনা হয়েছে।
এর পাশাপাশি অন্যান্য ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতিতে কর ১২ শতাংশ থেকে নামিয়ে আনা হয়েছে ৫ শতাংশে। ফলে রোগী, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসক—সবাই উপকৃত হবেন।
সরল জিএসটি কাঠামো
অর্থমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের জন্য জিএসটি কাঠামো আরও সরল করা হয়েছে। দুটি প্রধান স্ল্যাব রাখা হয়েছে—৫ শতাংশ এবং ১৮ শতাংশ। পাশাপাশি সুপার লাক্সারি ও সিগারেট, তামাকজাত দ্রব্যের মতো ‘সিন গুডস’-এর জন্য বিশেষ ৪০ শতাংশ হার কার্যকর হবে।
তবে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় স্বস্তি এসেছে স্বাস্থ্যসেবায়।
জিএসটি কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব রোগী বিরল অসুখ, ক্যানসার বা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন, তাঁদের জন্য বিশাল স্বস্তি মিলল। ৩৩টি জীবনরক্ষাকারী ওষুধকে এবার সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। এর ফলে ওই ওষুধের দাম অনেকটাই কমে আসবে।
এই তালিকায় রয়েছে— Onasemnogene abeparvovec, Asciminib, Daratumumab (ইনজেকশন ও সাবকিউটেনিয়াস), Alectinib, Risdiplam, Inclisiran, Imiglucerase, Agalsidase Beta, Velaglucerase Alpha, Mepolizumab, Obinutuzumab, Polatuzumab Vedotin, Entrectinib, Atezolizumab, Spesolimab, Alirocumab, Evolocumab ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ ওষুধ।
এছাড়া ৫ শতাংশ করযুক্ত তিনটি ওষুধ—Agalsidase Beta, Imiglucerase, Eptacog alfa—কেও শূন্য কর তালিকায় আনা হয়েছে।
গুরুত্বপূর্ণ ওষুধে বড় করছাড় GST Tax Cuts Medicines India
সব ওষুধ করমুক্ত না হলেও অনেক গুরুত্বপূর্ণ ওষুধে বড় করছাড় দেওয়া হয়েছে। আগে ১২ শতাংশ জিএসটি ছিল, এখন তা কমে দাঁড়াল ৫ শতাংশে। এর মধ্যে রয়েছে—
Fluticasone Furoate + Umeclidinium + Vilanterol (FF/UMEC/VI), Brentuximab Vedotin, Ocrelizumab, Pertuzumab, Pertuzumab + Trastuzumab, Faricimab.
এই ছাড় সরাসরি সাধারণ মানুষের চিকিৎসা খরচ কমাবে।
শুধু ওষুধই নয়, চিকিৎসা যন্ত্রপাতিতেও বড় পরিবর্তন এসেছে। আগে যেসব যন্ত্রে ১২ শতাংশ কর দিতে হত, সেখানে এবার তা নামিয়ে ৫ শতাংশে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—
ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার, ব্যান্ডেজ, গজ, প্লাস্টার, স্টেরাইল সার্জিক্যাল ক্যাটগাট, টিস্যু আঠা (Tissue adhesives), হিমোস্ট্যাটিক সামগ্রী।
ফলে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে সাধারণ টেস্ট—সব ক্ষেত্রেই রোগীদের খরচ কমবে।
বিশেষজ্ঞদের মতে, এতদিন ক্যানসার ও বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ছিল অত্যন্ত ব্যয়বহুল। অনেক সময় মধ্যবিত্ত রোগীরা ধার-দেনা করে এই ওষুধ কিনতেন। এবার করছাড়ে দাম অনেকটাই কমে যাবে। ফলে রোগীরা চিকিৎসা মাঝপথে বন্ধ না করে নিয়মিত চালিয়ে যেতে পারবেন।
চিকিৎসকরা মনে করছেন, ওষুধের দাম সস্তা হলে চিকিৎসা গ্রহণে আগ্রহ বাড়বে, ফলে আরোগ্যের হারও বৃদ্ধি পাবে।
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলির অন্যতম বড় অভিযোগ ছিল, যন্ত্রপাতি ও ওষুধে উচ্চ হারে জিএসটি দেওয়ায় খরচ বেড়ে যায়। এখন করছাড়ে সেই খরচ কমবে। রোগীদের বিলও হবে তুলনামূলক কম।
স্বাস্থ্যসেবা সবার কাছে সহজলভ্য করাই লক্ষ্য
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, সরকারের লক্ষ্য হল স্বাস্থ্যসেবা সবার কাছে আরও সহজলভ্য করা। আয়ুষ্মান ভারত মিশনের মতো উদ্যোগের পাশাপাশি করছাড়ের এই পদক্ষেপ স্বাস্থ্যখাতকে নতুন গতি দেবে।
জিএসটির এই নতুন হার কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। ফলে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দাম কমার প্রভাব বাজারে দেখা যাবে খুব শিগগিরই।
ভারতের স্বাস্থ্যসেবায় এটি নিঃসন্দেহে এক বড় সংস্কার। জীবনরক্ষাকারী ওষুধে শূন্য কর, অন্যান্য ওষুধে করছাড় এবং চিকিৎসা যন্ত্রপাতিতে ট্যাক্স হ্রাস—সব মিলিয়ে রোগী ও চিকিৎসকদের জন্য বিশাল স্বস্তি। একদিকে সরকারের রাজস্ব ভারসাম্য রাখা, অন্যদিকে স্বাস্থ্যসেবাকে আরও সুলভ করা-দুটিই এবার বাস্তবে মিলল।
নতুন সংস্কারের ফলে চিকিৎসা খাতে নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Business: In a historic move, the GST Council has announced major tax cuts on medicines and medical equipment, making 33 life-saving drugs completely tax-free and reducing the tax on others to benefit patients with critical and chronic illnesses.

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
