পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক বসাল কেন্দ্র

খুচরা বাজারে আকাশছোঁয়া মূল্যস্ফীতি ঠেকাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার পেঁয়াজের (Onion) ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক (Export duty) আরোপের ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এই মর্মে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক (export duty) আরোপ করা হয়েছে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে।

Advertisements

গত সপ্তাহে অনুমান করা হয় যে সেপ্টেম্বর থেকে দেশে পেঁয়াজের দাম (Onion price) বাড়বে। পেঁয়াজ, যা প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকায় পাওয়া যেত, আগামী মাস থেকে বিক্রি শুরু হবে ৬০ থেকে ৭০ টাকায়। এর ফলে আবারও মূল্যস্ফীতি (Inflation)সপ্তম আকাশে পৌঁছে যাবে। এমতাবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাব্য মূল্যস্ফীতির টের পেয়ে সরকার ইতিমধ্যেই সতর্ক হয়ে গেছে। এই কারণেই ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে কেন্দ্র।

গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় যে তারা খোলা বাজারে বাফার স্টক থেকে ৩ লক্ষ টন পেঁয়াজ ছেড়ে দেবে। একবারে ৩ লাখ টন পেঁয়াজ বাজারে আসায় পেঁয়াজের ঘাটতি দূর হবে বলে মনে করছে সরকার। এমন অবস্থায় এর আকাশছোঁয়া দামে কিছুটা ভাটা পড়বে। তবে সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকরা। মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। কৃষকরা বলছেন, সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তারা রাজপথে আন্দোলন করবেন।

Advertisements

সরকারি তথ্য অনুযায়ী, আগস্ট মাস থেকেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। ১০ই আগস্ট, সারা দেশে পেঁয়াজের গড় দাম কেজি প্রতি ২৭.৯০ টাকা ছিল যা গত বছরের তুলনায় ২ টাকা বেশি।

উল্লেখ্য, বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। দেশে এখন টমেটোর দাম কেজি প্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সব খাবারের দাম চড়া। এতে দেশে খুচরা মূল্যস্ফীতির হার বেড়েছে। জুলাই মাসে খুচরা মূল্যস্ফীতির হার রেকর্ড করা হয়েছে ৭.৪৪ শতাংশ, যা ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।