সোনার বাজারে বাম্পার ছাড়, একধাক্কায় কমল ১১ হাজার টাকা!

gold-takes-a-big-hit-11000-price-fall-silver-stays-flat

কলকাতা, ২৯ অক্টোবর:  বাতাসে শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। আর সেই সঙ্গেই শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি। নভেম্বর ও ডিসেম্বর— এই দুই মাস জুড়ে রাজ্যে ও দেশে বিয়ের মরশুমে রীতিমতো ব্যস্ততা থাকে সোনার (Gold Price) দোকানগুলিতে। ঠিক এই সময়েই এল এক বিরাট সুখবর! বিয়ের মরশুমের আগে হঠাৎই বড় ধাক্কা খেল সোনার বাজার। একদিনেই সোনার দামে রেকর্ড পতন ঘটেছে— ১১,০০০ টাকারও বেশি। ফলে যারা শিগগিরই গয়না কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য আজকের দিনটা সত্যিই সোনালি সুযোগ।

Advertisements

বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সোনার বাজারে দামের ওঠানামার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে রয়েছে ১২,৪৪৮ টাকা। অর্থাৎ, ১০ গ্রাম সোনার দাম ১,২৪,৪৮০। ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১২,৪৪,৮০০ টাকা। একদিন আগেও এই দাম ছিল তার থেকে ১১,৪০০ টাকা বেশি। অর্থাৎ, মাত্র ২৪ ঘণ্টায় সোনার দামে এমন তীব্র পতন সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি।

   

২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও দেখা গিয়েছে একই ধস। আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রাম দাম ১১,৪১০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ১,১৪,১০০ টাকা, এবং ১০০ গ্রাম সোনার দাম ১১,৪১,০০০ টাকা। একদিনেই দাম কমেছে প্রায় ১০,৫০০। অর্থাৎ, প্রতি ১০ গ্রামে গড়ে প্রায় ১,০৫০ টাকা কমে গিয়েছে।

Advertisements

সোনার দামে এমন বিশাল পতন হলেও রুপোর বাজারে আজ তেমন কোনও পরিবর্তন হয়নি। আজ কলকাতায় ১০০ গ্রাম রুপোর দাম ১৫,৫০০ টাকা।