Sunday, December 7, 2025
HomeBusinessসোনার দামে বড় পতন, ছটপুজোয় কলকাতায় হু-হু করে কমল সোনার দাম!

সোনার দামে বড় পতন, ছটপুজোয় কলকাতায় হু-হু করে কমল সোনার দাম!

- Advertisement -

কলকাতা, ২৭ অক্টোবর: ছটপুজোর আগেই স্বর্ণবাজারে দেখা গেল বড় পরিবর্তন। দীপাবলি ও কালীপুজো পার হতেই সোনার বাজারে (Gold Price) শুরু হয়েছে ধারাবাহিক পতন। উৎসবের মরসুমে যখন সাধারণত সোনার দর ঊর্ধ্বমুখী থাকে, তখন এ বছর দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার, ২৭ অক্টোবর, সোনার দামে ফের বড় পতন লক্ষ্য করা গেছে। যা ঘিরে স্বস্তিতে রয়েছেন মধ্যবিত্ত ক্রেতা থেকে শুরু করে গয়নার ব্যবসায়ীরাও।

কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১,১৪,১০০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১,২৪,৪৮০ টাকা। গত সপ্তাহের তুলনায় দাম প্রায় ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত কমেছে।

   

কয়েক সপ্তাহ আগে যেখানে ২২ ক্যারাট সোনার দাম ছিল ১,১৫,০০০ টাকার উপরে, সেখানে এখন তা নেমে এসেছে এক লক্ষ চৌদ্দ হাজার টাকায়। এই পতন স্বর্ণপ্রেমীদের মুখে হাসি ফোটাচ্ছে।

জাতীয় রাজধানী দিল্লিতেও সোনার দাম কমেছে। আজ সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,১৪,২৫০ টাকা, আর ২৪ ক্যারাট সোনার দাম ১,২৪,৬৩০ টাকা। মুম্বইতেও পরিস্থিতি একই রকম — ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,১৪,১০০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম ১,২৪,৪৮০ টাকা। দেশের প্রায় সব বড় শহরেই সোনার দামে এক ধাপ করে পতন লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণমূল্যের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে ভারতের বাজারেও। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়ায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম সামান্য কমেছে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে শেয়ার ও বন্ড মার্কেটের দিকে, ফলে স্বর্ণে বিনিয়োগের প্রবণতা কিছুটা হ্রাস পেয়েছে। এই অবস্থার জেরেই দেশীয় বাজারে সোনার দাম নিম্নমুখী।

এছাড়াও, উৎসবের মৌসুম শেষের দিকে চলে আসায় গয়নার দোকানগুলিতে চাহিদা কিছুটা কমে গেছে। দীপাবলি ও কালীপুজোর আগেই বেশিরভাগ ক্রেতা কেনাকাটা সেরে ফেলেছেন। ফলে বাজারে বিক্রেতারা এখন দাম কিছুটা কমিয়ে ক্রেতা টানার চেষ্টা করছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular