কলকাতা: নতুন বছরে ফের অগ্নিমূল্য সোনা। গত কয়েক দিনে সোনার দাম লাফিয়ে বেড়েছে। জানুয়ারির শেষলগ্নে ফিরেছে গত বছরের পুজোর স্মৃতি। পাকা সোনার দাম আকাশ ছোঁয়া৷ প্রতি ১০ গ্রামের দাম কর বাদে ৮১ হাজারেরও বেশি গিয়েছে। কর বাদে ২২ ক্যারাটের সোনার গয়নার দাম ৭৭ হাজারের বেশি৷ বিয়ের মরশুমে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের৷ সোনার দাম লাফিয়ে বাড়লেও রুপোর দামে বিশেষ হেরফের হয়নি৷ (gold price increased check price)
সোমবার ২৭ জানুয়ারি কলকাতার বাজারে সোনার দর কত?
- প্রতি ১০ গ্রাম পাকা সোনা বার (২৪ ক্যারাট): ৮০ হাজার ৬৫০ টাকা
- প্রতি ১০ গ্রামপাকা সোনা বার (খুচরো): ৮১ হাজার ৫০ টাকা
- প্রতি ১০ গ্রাম হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৭৭ হাজার ৫০ টাকা
- প্রতি কেজি রুপো (খুচরো): ৯১ হাজার ৪৫০ টাকা