পুজোর মুখে সোনার দামেও রয়েছে চমক! কলকাতায় কত হল জানেন?

সোনা পরতে ভালবাসেন না এমন নারী নেই বললেই চলে৷ সকল মহিলাদেরই প্রথম পছন্দের তালিকায়  থাকে সোানা৷ তার উপর আবার সামনেই দুর্গাপুজো৷ তাই পোশাকের সঙ্গে মানানসই…

JJKKK পুজোর মুখে সোনার দামেও রয়েছে চমক! কলকাতায় কত হল জানেন?

সোনা পরতে ভালবাসেন না এমন নারী নেই বললেই চলে৷ সকল মহিলাদেরই প্রথম পছন্দের তালিকায়  থাকে সোানা৷ তার উপর আবার সামনেই দুর্গাপুজো৷ তাই পোশাকের সঙ্গে মানানসই সোনার গয়না পরার চল সকলেরই রয়েছে৷ তবে সোনা কেনা তো মুখের কথা নয়৷ মধ্যবিত্তের কাছে সোনার জিনিস কেনা নাগালের বাইরে৷ কারণ প্রতিদিন যে হারে সোনার ও রুপোর (gold and silver price)দাম বাড়তে শুরু করে দিয়েছে তাতে সোনা কিনতে গেলে কপালে হাত পরে যায় অনেকেরই৷

অক্টোবর থেকে শুরু উৎসবের মরসুম। দুর্গাপুজো, নবরাত্রি, লক্ষ্মীপুজো, ধনতেরাস, দীপাবলি, তালিকা অনেক দীর্ঘ। আর পুজো মানেই নানারকমের গয়নায় সাজার পালা। বিয়েবাড়ি বা অন্নপ্রাশন তো লেগেই রয়েছে৷ তবে বহু মানুষ রয়েছেন যাঁরা সঞ্চয়ের কিছুটা টাকা রেখে দেন সোনা কেনার জন্য৷ এ ছবি বহু ঘরেই দেখা যায়। এবার উৎসবের মরসুমে রোজই চমক দিচ্ছে সোনার দাম। একদিন কমছে তো আরেকদিন সামান্য লাফ। আজ আবার কিছুটা বাড়ল সোনার দাম (Gold Price Today)। তবে রুপোর দাম (Silver Price Today) নিম্নমুখী।

   

তবে যে কোনও ধাতুর জিনিস কেনার আগে আপনাকে সেই জিনিসটির দাম সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার৷ না হলে আপনার পকেট থেকেই গলতে পারে বেশি টাকা৷ সেই কারণে আগে জেনে নিন কত টাকা কমেছে সোনা ও রুপোর৷

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সাধারণ মানুষ মূলত ২২ ক্যারেটের সোনাই কিনে থাকেন৷

কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম-
আজ, মঙ্গলবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৯৮১ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬৯ হাজার ৮১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৯৮ হাজার ১০০ টাকা রয়েছে। গতকালের তুলনায় ১০০ টাকা বেশি।

২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৬১৬ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৬১ হাজার ৬০০ টাকা।

রুপোর দাম-
সোনার দাম গতকালের তুলনায় সামান্য বাড়লেও রুপোর দাম কিন্তু আজ কমেছে। ১ কেজি রুপোর দর ৯২ হাজার ৯০০ টাকা।